স্টাইল ক্রাফটের ইপিএস কমেছে

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি স্টাইল ক্রাফটের চলতি হিসাব বছরে প্রথম প্রান্তিকে (এপ্রিল-জুন) শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১৪ টাকা এক পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে ইপিএস হয় ১৪ টাকা ১১ পয়সা। আজ মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
চলতি বছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি নগদ তারল্যপ্রবাহ দাঁড়িয়েছে ৩৩ টাকা ৪৬ পয়সা, যা আগের হিসাব বছরের একই সময়ে ছিল ১৩৯ টাকা ৬০ পয়সা। এবার শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৩৮৬ টাকা ৬৭ পয়সা, যা আগের হিসাব বছরের এই তিন মাসে দাঁড়ায় ৩২৯ টাকা সাত পয়সা।
কোম্পানির পরিচালনা পর্ষদ ২০১৪ সালের ৩১ ডিসেম্বর শেষ হওয়া হিসাব বছরের জন্য ৬০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা দিয়েছে। এ হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৬২ টাকা ৫৭ পয়সা ও শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভি) ৩৭২ টাকা ৭০ পয়সা।
কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে ২৭ আগস্ট দুপুর ৩টায় রাজধানীর মহাখালীতে হোটেল অবকাশে। এ-সংশ্লিষ্ট রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৩০ জুলাই।
২০১৩ সালের ৩১ ডিসেম্বর শেষ হওয়া হিসাব বছরের জন্য ৫০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে। ওই হিসাব বছরে এর কর-পরবর্তী নিট মুনাফা হয় এক কোটি ৪৩ লাখ ৯০ হাজার টাকা, ইপিএস ২৬ টাকা ১৬ পয়সা ও শেয়ারপ্রতি এনএভি ৩১৪ টাকা ৯৬ পয়সা।
গত এক মাসের মধ্যে এ শেয়ারের সর্বনিম্ন দাম ছিল ৯৬৪ টাকা ১০ পয়সা ও সর্বোচ্চ এক হাজার ১৯৬ টাকা ৫০ পয়সা। সর্বশেষ আর্থিক প্রতিবেদন ও বাজার দামের ভিত্তিতে এ শেয়ারের দাম-আয় অনুপাত (পিই রেশিও) ২৪ দশমিক ২৬।