হাইডেলবার্গ সিমেন্টের ইপিএস ৪.০১ টাকা

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি হাইডেলবার্গ সিমেন্টের চলতি হিসাব বছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৪ টাকা ১ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে ছিল ৩ টাকা ৪৬ পয়সা। আজ বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রকাশিত কোম্পানিটির অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে এ তথ্য জানা গেছে।
চলতি হিসাব বছরের জানুয়ারি-সেপ্টেম্বর প্রান্তিকে কোম্পানিটির ইপিএস হয়েছে ১৮ টাকা ৯৮ পয়সা, যা আগের হিসাব বছরের একই সময়ে ছিল ১৭ টাকা ৯২ পয়সা। চলতি বছরের সেপ্টেম্বর শেষে এর শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৯৬ টাকা ৪৪ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ১১৫ টাকা ৪৬ পয়সা।
২০১৪ সালের ৩১ ডিসেম্বর শেষ হওয়া হিসাব বছরের জন্য কোম্পানিটির পক্ষ থেকে ৩৮০ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়া হয়েছে। নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে এ হিসাব বছরে কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ১১৭ কোটি ৯৫ লাখ ৬০ হাজার টাকা, শেয়ারপ্রতি এনএভি ১১৫ টাকা ৪৬ পয়সা ও ইপিএস ২০ টাকা ৮৮ পয়সা।
১৯৮৯ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত এ কোম্পানির অনুমোদিত মূলধন ১০০ কোটি টাকা ও পরিশোধিত মূলধন ৫৬ কোটি ৫০ লাখ টাকা। রিজার্ভ ৫৯৫ কোটি ৯০ লাখ টাকা।
শেয়ারবাজারে এ কোম্পানির পাঁচ কোটি ৬৫ লাখ তিন হাজার ৫৮০টি শেয়ার রয়েছে। এর মধ্যে উদ্যোক্তা-পরিচালক ৬০ দশমিক ৬৭ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ২৩ দশমিক ৪৩ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীর কাছে রয়েছে ১৫ দশমিক ৯ শতাংশ।
গত এক মাসের মধ্যে এ শেয়ারের সর্বনিম্ন দাম ছিল ৬০২ টাকা ৮০ পয়সা ও সর্বোচ্চ ৬৪২ টাকা ১০ পয়সা। সর্বশেষ আর্থিক প্রতিবেদন ও বাজার দামের ভিত্তিতে এর দাম-আয় অনুপাত (পিই রেশিও) ২০ দশমিক ৪৮।