বিলম্ব ফি মওকুফের সময়সীমা বাড়াল জগন্নাথ বিশ্ববিদ্যালয়

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) স্নাতক ও স্নাতকোত্তর শ্রেণির সব শিক্ষার্থীর বিলম্ব ফি মওকুফের সময়সীমা বৃদ্ধি করেছে আগামী ৩১ আগস্ট পর্যন্ত।
আজ বৃহস্পতিবার জবির রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনাভাইরাস মহামারি বিবেচনায় ২০২১ সালের ২০ মার্চ হতে ১৪ জুলাইয়ের ধারাবাহিকতায় আগামী ৩১ আগস্ট, ২০২১ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর শ্রেণির সব শিক্ষার্থীর বিলম্ব ফি মওকুফ করা হলো।
সংবাদ বিজ্ঞপ্তিতে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করা হয়েছে।
উল্লেখ্য যে, এক সেমিস্টার থেকে অন্য সেমিস্টারে ভর্তি হওয়ার জন্য নির্দিষ্ট সময়ের মধ্যে পরবর্তী সেমিস্টারের ভর্তি ফি জমা দিতে হয়। নির্দিষ্ট সময়ের মধ্যে ফি জমা দিতে না পারলে সময় অতিক্রান্তের পর দিন থেকে পরবর্তী ত্রিশ (৩০) দিন ১০০ টাকা হারে প্রতিদিন জরিমানা হিসেবে যুক্ত হয় এবং এই ৩০ দিনের পর প্রতিদিন ১০০০ টাকা হারে জরিমানা যুক্ত হতে থাকে।