প্রি-একলামসিয়া, একলামসিয়ায় করণীয়

গর্ভাবস্থায় উচ্চ রক্তচাপ থাকলে এবং সেই সঙ্গে প্রস্রাবের সঙ্গে প্রোটিন বের হলে তাকে সাধারণত প্রি-একলামসিয়া বলে। আর প্রি-একলামসিয়া অবস্থা থেকে যদি কারো খিঁচুনি হয়, তখন একলামসিয়া বলে। এমন হলে করণীয় কী?
এ বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ২৮১৩তম পর্বে কথা বলেছেন ডা. শারমিন আব্বাসি। বর্তমান তিনি আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রসূতি ও স্ত্রীরোগ বিভাগে সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত।
প্রশ্ন : এই সমস্যাগুলো হলে শুরুর দিকে কী করা উচিত?
উত্তর : আপনার দড়জার দ্বারপ্রান্তে এখন কিন্তু স্বাস্থ্যসেবা ক্লিনিক। আপনাদের শুধু খুঁজে নিতে হবে এবং আপনাকে যেতে হবে। আপনি যখনই এ ধরনের কোনো লক্ষণ দেখবেন ঘরে বসে থাকা যাবে না। এটি আপনাকে জানতে হবে, আপনার স্বামীকে জানতে হবে এবং আপনার সঙ্গে যে পরিবারের সদস্য থাকে সবাইকে জানতে হবে। সেই মুহূর্তে দ্রুত হাসপাতালে যেতে হবে। রোগীকে অবশ্যই হাসপাতালে নিয়ে আসতে হবে। এর কোনো বিকল্প নেই। এ রকম কোনো রোগীর বাসায় বসে চিকিৎসার কোনো ধরনের সুযোগ নেই। এটি খুব ঝুঁকিপূর্ণ অবস্থা। এই রোগীকে কখনোই আমরা বাসায় ফেলে রাখতে পারব না। যখন উনি হাসপাতালে আসবেন তখন উনার যে পরিবর্তনগুলো আসে সেগুলো ধরে ধরে আমরা চিকিৎসা করব।