শিশুরা বুকের দুধ না পেলে করণীয়

মাতৃদুগ্ধ পান করানো বা ব্রেস্ট ফিডিং করা শিশুর জন্য জরুরি। তবে অনেক সময় দেখা যায়, মায়ের বুকে দুধ আসে না বা মা দুধ খাওয়াতে পারছেন না। এ ক্ষেত্রে করণীয় কী? এ বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ২৮১৫তম পর্বে কথা বলেছেন অধ্যাপক ডা. ফাতেমা পারভীন চৌধুরী। বর্তমানে তিনি ইউনিভার্সাল মেডিকেল কলেজের অধ্যক্ষ হিসেবে কর্মরত।
প্রশ্ন : অনেক সময় দেখা যায়, মায়ের বুকে দুধ আসে না। মায়ের হয়তো আন্তরিকতা রয়েছে। তবে বাচ্চা যেহেতু দুধ পায় না, তখন তো বাইরের দুধ খাওয়াতেই হয়। এ ক্ষেত্রে আপনার পরামর্শ কী?
উত্তর : এই ধারণাটা একেবারেই ভ্রান্ত। প্রকৃতি এমনভাবে তৈরি করেছে যদি যমজ বাচ্চাও হয়, মায়ের পর্যাপ্ত পরিমাণ দুধ থাকে দুটো বাচ্চাকে খাওয়ানোর। মানে বাচ্চাদের জন্য পর্যাপ্ত পরিমাণ দুধ থাকেই।
আপনি যদি একটু আমাদের (মুসলিমদের) ধর্মীয় ইতিহাস দেখেন, নবী করিম (সা.) কিন্তু দুধ মায়ের দুধ পান করেছিলেন। দুধ মায়ের কিন্তু তখন আরেকটি বাচ্চাও ছিল। তিনি যথেষ্ট পরিমাণ দুধ খাওয়াতে পেরেছিলেন। তাই মায়ের দুধ কম আসে এ ধারণা একেবারেই ভুল।
যেটা হতে পারে, যদি মা পর্যাপ্ত পরিমাণ খাবার খেতে পারছেন না বা পুষ্টিজাতীয় খাবারের অভাব থাকে, অথবা অসুস্থ থাকেন, তখন হয়তো শিশুদের বাইরের দুধ খাওয়ানো যেতে পারে। সে ক্ষেত্রে একজন চিকিৎসকের পরামর্শে বাচ্চাকে বাইরের দুধ খাওয়ানো যেতে পারে। চিকিৎসকের পরামর্শ ছাড়া শিশুদের বাইরের দুধ খাওয়ানো কোনোভাবেই ঠিক নয়।