হোয়াইট ডিসচার্জের পাঁচ কারণ

হোয়াইট ডিসচার্জ বা সাদাস্রাবের সমস্যা প্রায় সব নারীরই হয়। সাধারণত এটি নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই। তবে স্রাব দুর্গন্ধযুক্ত হলে এবং এর সঙ্গে ইচিং, জ্বালাপোড়া বা অন্যান্য সমস্যা থাকলে চিকিৎসকের পরামর্শ নিন।
হোয়াইট ডিসচার্জের কিছু কারণ জানিয়েছে জীবনধারাবিষয়ক ওয়েবসাইট বোল্ডস্কাই।
১. সেক্সুয়াল ট্রান্সমিটেড ইনফেকশন
অনেক সময় সেক্সুয়াল ট্রান্সমিটেড ইনফেকশন বা যৌনবাহিত সংক্রমণের কারণে দুর্গন্ধযুক্ত সাদাস্রাব হয়। এর সঙ্গে ইচিং ও জ্বালাপোড়া সমস্যা থাকতে পারে।
২. ইয়েস্ট ইনফেকশন
ভ্যাজাইনায় ফাঙ্গাসের বৃদ্ধি ইয়েস্ট ইনফেকশনের কারণ। এটি হলে অনেক সময় সাদাস্রাবের সমস্যা হয়।
৩. ডিম্বোস্ফোটনের সময়
নারীদের ক্ষেত্রে প্রতি মাসে অন্তত একবার সাদাস্রাবের সমস্যা বেশি হয়। ওভুলেশন বা ডিম্বোস্ফোটনের কারণে এটি ঘটে।
৪. অ্যালার্জি
পারফিউম, সাবান, স্প্রে ইত্যাদি ব্যবহারের কারণে অনেক সময় অ্যালার্জিক রিয়েকশন হয়। এ কারণে অনেক সময় সংক্রমণ হয়ে সাদাস্রাব হতে পারে।
৫. ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন
ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন বা মূত্রনালির সংক্রমণের কারণে অনেক সময় দুর্গন্ধযুক্ত ভ্যাজাইনাল ডিসচার্জ বা স্রাবের সমস্যা হয়।