স্তন ক্যানসার সচেতনতা দিবস : ‘জেগে উঠুন, জেনে নিন’

গতকাল ১০ অক্টোবর ছিল স্তন ক্যানসার সচেতনতা দিবস। আর এই পুরো মাসটি স্তন ক্যানসার সচেনতা মাস হিসেবে পালিত হচ্ছে।‘জেগে উঠুন, জেনে নিন’ প্রতিপাদ্যকে ঘিরে দিবসটি পালিত হয়। স্তন ক্যানসার প্রতিরোধে সচেতন থাকা খুব জরুরি।
স্তন ক্যানসার বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ২৮৭৩তম পর্বে কথা বলেছেন ডা. মো. হাবিবুল্লাহ তালুকদার রাসকিন। বর্তমানে তিনি জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউটে ক্যানসার ইপিডেমিওলজি বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত।
প্রশ্ন : এবারের স্তন ক্যানসার সচেতনতা দিবসের প্রতিপাদ্য বিষয় কী ছিল?
উত্তর : ‘জেগে উঠুন, জেনে নিন’। এরপর ছোট করে লেখা থাকে স্তন ক্যানসার এক নীরব ঘাতক। সময় মতো চিকিৎসা করলে সুস্থ হওয়া সম্ভব।
‘জেগে উঠুন জেনে নিন’- সবাইকে আমরা চাচ্ছি আগে জানুক। নারীকে তার নিজের জীবনকে রক্ষা করতে হবে। বিশ্বে এক নম্বর ক্যানসার যেহেতু স্তন ক্যানসার, তাই তাকে নিজেকেই সচেতন হতে হবে।
আর পুরুষদের তো অবশ্যই কিছু ভূমিকা রয়েছে। সেগুলো আমরা সবসময় বলি। ঘরের নারী সদস্যরা অনেক সময় লজ্জায় বলে না। আসলে স্তন ক্যানসারের বিষয়ে কি শুধু নারীরাই এগিয়ে আসবে? না, আমাদের পুরুষদেরও দায়িত্ব এই বিষয়ে সচেতন হওয়া।