গর্ভকালীন পরিচর্যা কী?

সুস্থ মা ও শিশুর জন্য গর্ভকালীন পরিচর্যা খুব জরুরি। এ বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ২৮৭৯তম পর্বে কথা বলেছেন ডা. নাজনীন আহমেদ। বর্তমানে তিনি হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল ও হাসপাতালে গাইনি বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত।
প্রশ্ন : গর্ভকালীন পরিচর্যার মধ্যে কোন কোন বিষয় পড়ছে?
উত্তর : আসলে একটি মেয়ে যখন গর্ভধারণ করল, তখন থেকে তার যে পরিচর্যা, তাকে সাধারণত গর্ভকালীন পরিচর্যা বলি। এই সময়টাকে সাধারণত বলা হয় নয় মাস সাত দিন। প্রত্যেক মায়ের ক্ষেত্রেই নয় মাস সাত দিন। এই সময়টাকে আসলে আমরা কয়েকটি ভাগে ভাগ করে নিই। প্রথম তিন মাস, মাঝের তিন মাস, আর শেষের তিন মাস। এগুলো আসলে বিভিন্ন পর্যায়ে বিভিন্ন রকম।
প্রশ্ন : পরিচর্যাগুলোও কি বিভিন্ন ধাপে ভিন্ন রকম হয়?
উত্তর : ধাপ অনুযায়ী আসলে পরিচর্যাগুলো নির্ভর করে। যেমন প্রথম দিকে একজন মা যখন গর্ভধারণ করেন, তখন তার পেটের সন্তানের সমস্ত গঠনগত দিক তৈরি হয়। তো, সেই জন্য তার যে যত্নটা, সেটা একটু আলাদা। তার চলাফেরা থেকে শুরু করে, তার খাওয়া-দাওয়া থেকে শুরু করে, সবকিছুর ক্ষেত্রে তাকে তখন চিন্তা করতে হয়, তার ভেতরে যে সন্তানটা হচ্ছে, তার সমস্ত শারীরিক গঠন তৈরি হচ্ছে প্রথম তিন মাসে। সে জন্য তখন তাকে খুব সাবধানে চলাফেরা করতে হয়। এই সময়টায় বাড়তি যত্ন প্রয়োজন।