গর্ভাবস্থায় ডায়াবেটিস নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু রয়েছে?

গর্ভাবস্থায় অনেকেই ডায়াবেটিসের সমস্যায় ভোগেন। সাধারণত পারিবারিক ইতিহাস, গর্ভপাতের ইতিহাস, ওজন বেশি থাকা ইত্যাদি কারণে অনেক সময় ডায়াবেটিস হয়। গর্ভাবস্থায় ডায়াবেটিস নিয়ে অনেকেই উদ্বিগ্ন থাকে।
তবে এটি নিয়ে কি আসলেই উদ্বিগ্ন হওয়ার কিছু রয়েছে? এ বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ২৮৮৫তম পর্বে কথা বলেছেন ডা. রওশন আরা। বর্তমানে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ডেপুটেশনে রয়েছেন।
প্রশ্ন : গর্ভাবস্থায় ডায়াবেটিস হওয়ার কারণ কী? এটি নিয়ে খুব বেশি উদ্বিগ্ন হওয়ার কি কিছু রয়েছে?
উত্তর : সাধারণত দেখা গেছে দুই থেকে আট ভাগ নারী গর্ভাবস্থায় ডায়াবেটিসে ভোগেন। এটা নিয়ে চিন্তিত হওয়ার বিষয় কিছুটা তো অবশ্যই রয়েছে। তবে ডায়াবেটিসকে যদি সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করা যায় তাহলে ভালো। স্বাভাবিক নারীর যেমন ঝুঁকি রয়েছে, ডায়াবেটিসে আক্রান্ত মায়েদের একই সমান ঝুঁকি রয়েছে। অতএব একে যদি পরিপূর্ণভাবে নিয়ন্ত্রণে রাখা যায়, তাহলে ঝুঁকি অনেকখানি কমে যায়। আসলে শৃঙ্খলাপূর্ণ জীবন যাপনের মাধ্যমে একে নিয়ন্ত্রণ করতে হবে।