অল্প বয়সের মায়েদের জন্য পরামর্শ

অল্প বয়সে মা হওয়া খুবই ঝুঁকিপূর্ণ বিষয়। তবুও যাঁরা অল্প বয়সে মা হয়েছেন বা হচ্ছেন তাঁদের জন্য কিছু পরমর্শ দিয়েছেন ডা. নাজনিন আহম্মেদ। বর্তমানে তিনি হলিফ্যামিলি মেডিক্যাল কলেজের গাইনি অ্যান্ড অব্স বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন। এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ২৪০৮তম পর্বে সাক্ষাৎকারটি প্রচারিত হয়।
প্রশ্ন : বর্তমানে যাঁরা অল্প বয়সে মা হচ্ছেন বা এই সমস্যার মধ্য দিয়ে যাচ্ছেন, তাঁদের ক্ষেত্রে আপনার কী পরমর্শ থাকবে?
উত্তর : যারা ইতিমধ্যে মা হয়েই গেছেন, তাঁরা অ্যান্টিনেটাল চেকআপ করাবেন। একজন বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে গিয়ে উনি পরামর্শ নেবেন। জানবেন যে তাঁর এই সময়ে কী কী ঝুঁকিপূর্ণ অবস্থা হতে পারে। তার গর্ভধারণজনিত কোনো জটিলতা আছে কী না, যাতে করে চিকিৎসা দিয়ে আগে থেকেই এগুলো প্রতিরোধ করা যায়।
যদি শরীরে এনিমিয়া থাকে তাহলে রক্তশূন্যতা হতে পারে। তাই তাঁকে বেশি বেশি আয়রন সাপ্লিমেন্ট দিয়ে, সেগুলোকে ঠিক করতে হবে। এরপর তাঁর বাচ্চা যাতে আগে আগে না হয় এর জন্যও কিছু ওষুধপত্র আছে, সেগুলো দিয়ে চিকিৎসা দিতে পারে। এমনকি তাঁর যে তখন প্যালভিস তৈরি হয় না, এর জন্য এবডোমিনাল ডেলিভারির জন্য পরিকল্পনা করতে হবে।
এই সময় তাঁকে এমন একটি সেন্টারে পাঠাতে হবে যেখানে সিজারিয়ান সেকশন করার সুবিধাটুকু তিনি পান। এই জিনিসগুলো আমাদের খেয়াল রাখতে হবে। অবশ্যই পরিবারের সাহায্য একটি বড় বিষয় এ ক্ষেত্রে।