শিশুর ডায়রিয়া হলে কখন হাসপাতালে নেবেন?

ডায়রিয়া হলে সাধারণত ঘরে রেখেই চিকিৎসা করা যায়। তবে জটিল আকার ধারণ করলে অবশ্যই হাসপাতালে নিতে হবে।
এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিনের ২৪২৮তম পর্বে এ বিষয়ে কথা বলেছেন ডা. মো. রিয়াজ মোহাম্মদ। বর্তমানে তিনি ঢাকা শিশু হাসপাতালের এইচডিইউ অ্যান্ড আইসুলেশন বিভাগে সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন।
প্রশ্ন: একটি শিশু যখন ডায়রিয়ায় আক্রান্ত হয়, ডায়রিয়ার ধরন কোন পর্যায়ে গেলে বাসায় না রেখে হাসপাতালে নেওয়া উচিত? যদি বাসায় রাখতে হয়, সে ক্ষেত্রে করণীয় কী?
উত্তর: একটি জিনিস হলো যদি ডায়রিয়া হয়, তার যদি পানিশূন্যতা খুব প্রকট হয়, তাহলে অবশ্যই তাকে হাসপাতালে নিতে হবে। সে ক্ষেত্রে অনেক সময় দেখা যায়, তার প্রস্রাব বন্ধ হয়ে যায়। প্রস্রাব বন্ধ হয়ে যাওয়াটা খুব ক্ষতিকর। এর মানে তার ভেতরে পানি খুব বেশি নেই। এরপর আমরা চিকিৎসকরা যারা দেখি, তারা পানিশূন্যতা চেক করি। পানিশূনত্যা বেশি হলে অবশ্যই তাকে হাসপাতালে ভর্তি করতে হবে। পানির সঙ্গে সঙ্গে তাদের ইলেকট্রোলাইটের ভারসাম্য নষ্ট হয়ে যায়। সেটার জন্য তাদের ভর্তি করতে হবে।
প্রশ্ন: সেটা অভিভাবকরা বুঝবেন কীভাবে? ছোটো বাচ্চাদের বেলায় কোন বিষয়গুলো খেয়াল রাখতে হবে?
উত্তর: আমাদের অভিভাবকরা একটু ডায়রিয়া হলে ডাক্তারের কাছে সাধারণত শিশুদের নিয়ে যান। কিন্তু বাসায় যদি তার প্রস্রাব বন্ধ হয়ে যায়, তার যদি চোখ একেবারে গর্তে চলে যায়, সে খেতে না চায়, তার সঙ্গে যদি বমি নিয়মিত হয়, সে খুব দুর্বল হয়ে যাবে, সেটা দেখে বাসার সবাই অনুধাবন করতে পারবে যে একে হাসপাতালে নিয়ে যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই।