যে তিন উপাদান ত্বকের উজ্জ্বলতা বাড়ায়

অযত্ন, দূষণ, ধুলাবালি ও সূর্যের ক্ষতিকর রশ্মির কারণে ত্বকের উজ্জ্বলতা নষ্ট হয়ে যায়। এই উজ্জ্বলতা ফিরিয়ে আনতে অ্যাভোকাডো, লেবুর রস ও ডিমের সাদা অংশ ব্যবহার করতে পারেন। এই প্রাকৃতিক উপাদানগুলো একসঙ্গে ব্যবহারে ত্বক নরম, মসৃণ ও উজ্জ্বল হয়।
কীভাবে এই উপাদানগুলো দিয়ে প্যাক তৈরি করবেন সে সম্বন্ধে পরামর্শ দেওয়া হয়েছে বোল্ডস্কাই ওয়েবসাইটের লাইফস্টাইল বিভাগে। এক নজরে চোখ বুলিয়ে নিন।
যা যা লাগবে
অ্যাভোকাডো, লেবুর রস ও ডিমের সাদা অংশ। লেবুর রস ত্বকে প্রাকৃতিক ব্লিচের কাজ করে, যা ত্বকের বাড়তি তেল শুষে নেয়। ডিমের সাদা অংশ ত্বককে টানটান করে ও বলিরেখা দূর করে। আর অ্যাভোকাডো ত্বকের গভীরে গিয়ে পুষ্টি জোগায় এবং ত্বকের আর্দ্রতা ধরে রাখে।
যেভাবে ব্যবহার করবেন
প্রথমে একটি বাটিতে অ্যাভোকাডোর নরম অংশ ভালো করে চটকে নিন। এবার এতে তাজা লেবুর রস ও একটি ডিমের সাদা অংশ দিয়ে ভালো করে মিশিয়ে নিন। এই প্যাক মুখে লাগিয়ে ১৫ মিনিট অপেক্ষা করুন। এবার পানি দিয়ে ধুয়ে ভালো করে শুকিয়ে মুখে ময়েশ্চারাইজার লাগান। ভালো ফল পেতে সপ্তাহে অন্তত একদিন ত্বকে এই প্যাক ব্যবহার করুন।
পরামর্শ
১. ভালো ফল পেতে এই প্যাক রাতে ঘুমানোর আগে ব্যবহার করুন।
২. ত্বকের রুক্ষতা দূর করতেও এই প্যাক ব্যবহার করতে পারেন।
৩. এই প্যাক ব্যবহারের পর ত্বকে ফেসওয়াশ ব্যবহার করার প্রয়োজন নেই।
৪. প্যাক ব্যবহারের পর ত্বকে বেশি করে ময়েশ্চারাইজার লাগান। তবে অবশ্যই ওয়াটার বেউজড ময়েশ্চারাইজার ব্যবহার করেবেন। কারণ, ক্রিম বেইজড ময়েশ্চারাইজার ব্যবহার করলে গরমের সময় বেশি ঘামাবে।