চলন্ত ট্রেনের সামনে থেকে যেভাবে উদ্ধার হলো শিশুটি
ভারতের মুম্বাই শহরের রেললাইনে পয়েন্টম্যান হিসেবে কাজ করেন ময়ূর শেলখে। সম্প্রতি রেললাইনে চলন্ত ট্রেনের সামনে পড়ে যাওয়া একটি শিশুকে বাঁচিয়ে দেশব্যাপী প্রশংসায় ভাসছেন তিনি।
গত শনিবার রাজ্যের ভাঙানি রেলস্টেশনে ২ নম্বর প্ল্যাটফর্ম দিয়ে এক নারীর হাত ধরে হেঁটে যাচ্ছিল একটি শিশু। হঠাৎ হাত ছেড়ে দৌড়তে গিয়ে রেললাইনে পড়ে যায় শিশুটি। এরপর নিজে থেকে শিশুটি প্ল্যাটফর্মে উঠতে পারছিল না। তখন যার সঙ্গে শিশুটি যাচ্ছিল তিনিও তাকে তুলতে পারেননি।
তখনই একটি ট্রেন ঢুকছিল ওই লাইন দিয়ে। বিষয়টি দেখতে পেয়েই ছুটে আসেন ময়ূর। ট্রেন চলে আসার আগেই শিশুটিকে লাইন থেকে তুলে নিজে কোনো মতে উঠে আসেন প্ল্যাটফর্মে। তারই তৎপরতায় এ যাত্রায় প্রাণে বাঁচে শিশুটি। খবর আনন্দবাজারের।
সঙ্গে সঙ্গে ঘটনাটি ধরা পড়ে সিসিটিভি ক্যামেরায়। পরবর্তীকালে রেল মন্ত্রণালয়ের তরফ থেকে ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা হয়। এরপরই অতি সাহসিকতার সঙ্গে শিশুটির জীবন বাঁচানোর জন্য দেশব্যাপী প্রশংসিত হন ওই রেলকর্মী।