ওআইসি ট্রেড ফেয়ারে অংশ নিতে প্রস্তুত বাংলাদেশ

সৌদি আরবের রিয়াদে অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশন (ওআইসি) আয়োজিত বাণিজ্যমেলায় অংশ নিতে সব প্রস্তুতি সম্পন্ন করেছে বাংলাদেশ। মেলার পূর্বপ্রস্তুতি হিসেবে সৌদি আরবের রিয়াদে এক সংবাদ সম্মেলন থেকে এ তথ্য জানানো হয়েছে।
সংবাদ সম্মেলনে সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসীহ বলেন, আগামী ২২ থেকে ২৬ মে পর্যন্ত রিয়াদ ইন্টারন্যাশনাল কনভেনশন অ্যান্ড এক্সিবিশন সেন্টারে ওআইসি ট্রেড ফেয়ারের আয়োজন করা হয়েছে। প্রতিদিন বিকেল ৪টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত চলবে মেলার ১৫তম এই আসর। বাণিজ্যমেলায় ‘মেড ইন বাংলাদেশ : আওয়ার ব্র্যান্ড আওয়ার প্রাইড’ এই থিমের ভিত্তিতে বাংলাদেশি বিভিন্ন পণ্যের প্রচার চালানো হবে।
ওআইসি ট্রেড ফেয়ারে বাংলাদেশের বিভিন্ন সেক্টরের ২৯টি ব্যবসা প্রতিষ্ঠানসহ বায়রা, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, বিনিয়োগ বোর্ড এবং বেপজা অংশ নেবে। এ উদ্দেশ্যে ২১ মে সাত সরকারি কর্মকর্তাসহ ৮১ সদস্যের একটি প্রতিনিধিদল রিয়াদে পৌঁছাবে।
বাংলাদেশি পণ্যের মধ্যে থাকবে খাদ্যসামগ্রী, বস্ত্র, তৈরি পোশাক, চামড়াজাত পণ্য, প্লাস্টিক সামগ্রী, হস্তশিল্প এবং বিভিন্ন মণিহারী দ্রব্য।
সংবাদ সম্মেলন থেকে জানানো হয়, বাংলাদেশ সরকারের বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ ১৫তম ওআইসি ট্রেড ফেয়ারের উদ্বোধন করবেন।
এ ছাড়া ২৯ থেকে ৩০ মে এবং ৩১ মে থেকে ১ জুন যথাক্রমে জেদ্দা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এবং মদিনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিতে সকাল ১০টা থেকে দুপুর ৩টা পর্যন্ত ক্যাটালগ ও রোড শো অনুষ্ঠিত হবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
ওআইসি ট্রেড ফেয়ার, ক্যাটালগ ও রোড শো-তে অংশ নেওয়ার মাধ্যমে সৌদি আরব ও বাংলাদেশের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্যিক সম্পর্ক সমৃদ্ধ হবে বলে আশা প্রকাশ করেন বাংলাদেশের রাষ্ট্রদূত।