প্রধান সূচক পতনে লেনদেনও কমেছে

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক পতনে আজ রোববারের (১৩ জুলাই) লেনদেন শেষ হয়েছে। এদিন প্রধান সূচক ডিএসইএক্স কমেছে এক দশমিক ৬০ পয়েন্ট। আগের কর্মদিবস বৃহস্পতিবারের তুলনায় আজ বাজারে মূলধনের পরিমাণ কমেছে। আজ ডিএসইতে কমেছে লেনদেনের পরিমাণও। তবে এদিন লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ারের দর উত্থান হয়েছে।
ডিএসইতে আজ লেনদেন শুরুর প্রথম ৮ মিনিটে সূচক ডিএসইএক্স উত্থান হয় ১০ পয়েন্ট। বেলা বাড়ার পর উত্থান গতি কমে পতনে ফিরে। সেই ধারায় লেনদেন শুরুর প্রথম ২৫ মিনিটে ডিএসইএক্স পতন হয় ২৫ পয়েন্ট। পরে পতন থেকে উত্থানে আসে। লেনদেন শুরুর প্রথম তিন ঘণ্টা ১৯ মিনিটে ডিএসইএক্স উত্থান হয় ১৮ পয়েন্ট। সেই উত্থান পরে আর ধরে রাখতে পারেনি। পরবর্তীতে সূচকটি পতনে ফিরে। লেনদেন শেষে এদিন সূচক ডিএসইএক্স পতন হয় এক দশমিক ৬০ পয়েন্ট। সূচকটি কমে দিনশেষে দাঁড়ায় পাঁচ হাজার ৬৬ দশমিক ৪৩ পয়েন্টে।
এদিন ডিএস-৩০ সূচক দশমিক শূন্য চার পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ৯০৮ দশমিক ৫৭ পয়েন্টে। এছাড়া ডিএসইএস সূচক দুই দশমিক ১০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ১০৩ দশমিক ০৬ পয়েন্টে। আজ রোববার লেনদেন হয়েছে ৬৬৫ কোটি ৯৯ লাখ টাকার শেয়ার। আগের কর্মদিবস বৃহস্পতিবার লেনদেন হয়েছিল ৬৭৯ কোটি দুই লাখ টাকার শেয়ার।
রোববার ডিএসইতে মূলধন দাঁড়িয়েছে ছয় লাখ ৭৬ হাজার ৭১৪ কোটি ৩৮ লাখ টাকা। গত বৃহস্পতিবার মূলধন ছিল ছয় লাখ ৭৬ হাজার ৭৩৯ কোটি ১০ লাখ টাকা। আজ লেনদেন হওয়া ৪০২টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ১৭৭টির এবং কমেছে ১৭০টির। শেয়ার দর অপরিবর্তিত রয়েছে ৫৫টির। আজ লেনদেনের শীর্ষে উঠে এসেছে মিডল্যান্ড ব্যাংকের শেয়ার। কোম্পানিটির ২০ কোটি ৫৭ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়।
লেনদেনের শীর্ষে উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে লাভেলো আইসক্রিমের ১৬ কোটি ৮৯ লাখ টাকা, সী পার্ল বিচের ১৬ কোটি ১৮ লাখ টাকা, সিটি ব্যাংকের ১৪ কোটি ৪৬ লাখ টাকা এবং বিচ হ্যাচারির ১৪ কোটি ১৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আজ দর কমার শীর্ষে উঠে এসেছে ফ্যামিলি টেক্সের শেয়ার। কোম্পানিটির দর কমেছে আট শতাংশ। দর বাড়ার শীর্ষে উঠে এসেছে আরামিটের শেয়ার। কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৯ দশমিক ৯৮ শতাংশ।