প্রধান সূচক বাড়লেও কমেছে লেনদেন, উত্থানে বেশিরভাগ কোম্পানির দর

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন আজ মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) ৬৭৪ কোটি টাকায় নেমে এসেছে। তবে এদিন লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ার দর উত্থান হয়েছে। ডিএসইর প্রধান সূচকের উত্থান হয়েছে এদিন। প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ৩৫ পয়েন্ট। আগের কর্মদিবস সোমবারের তুলনায় আজ বাজারে মূলধনের পরিমাণ বেড়েছে দুই হাজার ২৪৫ কোটি টাকা।
ডিএসইতে শেয়ার কেনার চাপে আজ লেনদেন শুরুর প্রথম ৪৮ মিনিটে প্রধান সূচক ডিএসইএক্স উত্থান হয় ৫০ পয়েন্ট। বেলা বাড়ার পর শেয়ার কেনার গতি কমে আসে। এতে লেনদেন শেষে সূচক ডিএসইএক্সে উত্থান হয় ৩৪ দশমিক ৮৯ পয়েন্ট। সূচকটি বেড়ে দিনশেষে দাঁড়ায় পাঁচ হাজার ৫০৯ দশমিক ৬০ পয়েন্টে। ডিএসইএস সূচক সাত দশমিক ৭৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ১৯৪ দশমিক ১৩ পয়েন্টে। এ ছাড়া ডিএস-৩০ সূচক শূন্য দশমিক ৬০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে দুই হাজার ১৩৪ দশমিক ৪৩ পয়েন্টে।
আজ লেনদেন হয়েছে ৬৭৪ কোটি ১৩ লাখ টাকার শেয়ার। আগের কর্মদিবস সোমবার লেনদেন হয়েছিল ৭০৬ কোটি ৩২ লাখ টাকার শেয়ার। এদিন ডিএসইতে মূলধন দাঁড়িয়েছে সাত লাখ ২৬ হাজার ৬৯১ কোটি ৯৫ লাখ টাকা। গতকাল মূলধন ছিল সাত লাখ ২৪ হাজার ৪৪৬ কোটি ১৮ লাখ টাকা। এদিন লেনদেন হওয়া ৪০০টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ২২১টির ও কমেছে ১০৩টির। শেয়ার দর অপরিবর্তিত রয়েছে ৭৬টির।
আজ লেনদেনের শীর্ষে উঠে এসেছে লাভেলো আইসক্রিমের শেয়ার। কোম্পানিটির ১৮ কোটি ৬৬ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। লেনদেনের শীর্ষে উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে সামিট এলায়েন্স পোর্টের ১৮ কোটি চার লাখ টাকা, রবি আজিয়াটার ১৭ কোটি ৫৭ লাখ টাকা, খান ব্রাদার্সের ১৪ কোটি টাকা, সোনালী পেপারের ১৩ কোটি ৩৮ লাখ টাকা এবং ওরিয়ন ইনফিউশনের ১২ কোটি ৩২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আজ দর কমার শীর্ষে উঠে এসেছে পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্সের শেয়ার। কোম্পানিটির দর কমেছে আট দশমিক ৩৩ শতাংশ। এদিন দর বাড়ার শীর্ষে উঠে এসেছে ক্রাউন সিমেন্টের শেয়ার। কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৯ দশমিক ৮৬ শতাংশ।