সোয়ানসির মাঠে ম্যানইউর হার

ইংলিশ প্রিমিয়ার লিগের নতুন মৌসুমের শুরুটা ভালোভাবেই করেছিল ম্যানচেস্টার ইউনাইটেড। প্রথম তিন ম্যাচে একবারও দেখতে হয়নি হারের মুখ। ড্র করেছিল একটিতে। জয় পেয়েছিল দুটি ম্যাচে। কিন্তু চতুর্থ ম্যাচে থমকে গেছে লুইস ফন গালের শিষ্যরা। ২-১ গোলে হেরে গেছে সোয়ানসি সিটির বিপক্ষে।
প্রিমিয়ার লিগের এই চতুর্থ রাউন্ডে গত শনিবার হারের মুখ দেখেছিল গতবারের শিরোপাজয়ী চেলসি ও লিভারপুল। একদিন পরে একই পথে হেঁটেছে ইংল্যান্ডের সফলতম দল ম্যানচেস্টার ইউনাইটেড।
সোয়ানসি সিটির মাঠ লিবার্টি স্টেডিয়ামে অবশ্য শুরুতে এগিয়ে গিয়েছিল ম্যানইউ। প্রথমার্ধ গোলশূন্য থাকার পর দ্বিতীয়ার্ধের শুরুতে ৪৮ মিনিটের মাথায় দলকে এগিয়ে দিয়েছিলেন স্প্যানিশ মিডফিল্ডার হুয়ান মাতা। কিন্তু ৬১ থেকে ৬৬—এই ছয় মিনিটের মধ্যে ম্যানইউর জালে দুবার বল জড়িয়েছে সোয়ানসি। ৬১ মিনিটে ম্যাচের সমতাসূচক গোলটি করেছিলেন অ্যান্ড্রে আয়েউ। আর ৬৬ মিনিটে সোয়ানসির পক্ষে জয়সূচক গোলটি এসেছে বাফেটিম্বি গোমিসের পা থেকে।
এই হারের ফলে পয়েন্ট তালিকার পঞ্চম স্থানে নেমে গেছে ম্যানচেস্টার ইউনাইটেড। চার ম্যাচ শেষে তাদের সংগ্রহ সাত পয়েন্ট। চার ম্যাচ পর তৃতীয় ও চতুর্থ স্থানে থাকা লিস্টার সিটি ও সোয়ানসি সিটির ঘরে জমা হয়েছে আট পয়েন্ট। নয় পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে ক্রিস্টাল প্যালেস। আর প্রথম চার ম্যাচের চারটিতেই জয়ের পর ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ম্যানচেস্টার সিটি। ছয় ও সাত নম্বর অবস্থানে আছে আর্সেনাল ও লিভারপুল। আর গতবারের শিরোপাজয়ী চেলসি আছে ১৩তম অবস্থানে।