গায়ে হাত দিতেই উঠে বসলো ‘মরদেহ’ (ভিডিওসহ)
মাঝ রাস্তায় সাদা চাদরে মুড়ে পড়ে আছে একটি ‘মরদেহ’। এ নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। মরদেহটিকে ঘিরে ভিড় জমিয়েছে মানুষ।
এরপর খবর দেওয়া হয় স্থানীয় প্রশাসনকে। ঘটনাস্থলে তারা যখন পৌঁছায় তখনো মরদেহটি পড়ে রয়েছে রাস্তায়। কোনোরকম নরাচরা নেই। নিথর দেহ। হাসপাতাল থেকে মরদেহ পরিবারের হাতে তুলে দেওয়ার সময় যে সাদা চাদর ব্যবহার করা হয় ঠিক এমনই একটি চাদরে মুড়ে পড়ে রয়েছে লোকটি।
করোনা পরিস্থিতিতে মরদেহ দাহ করা নিয়ে বিভিন্ন সমস্যার মুখোমুখি হতে প্রশাসন থেকে শুরু করে পরিবারের সদস্যদের। প্রথমে সাদা চাদরে মুড়ে থাকা দেহটি দেখে করোনা আক্রান্ত বলেই সন্দেহ করে স্থানীয়রা। এরপরই চাঞ্চল্য ছড়ায় এলাকায়।
কিন্তু এমন গুরুগম্ভীর ঘটনা হঠাৎই মজার কারণ হয়ে ওঠে। মরদেহটিকে স্ট্রেচারে করে তোলার সময় নড়ে ওঠে। সাময়িক ঘাবড়ে যায় সবাই। না কোনো ভুত-প্রেত নয়। মানুষটি আপাদমস্তক চাদরে মুড়ে গভীর নিদ্রায় আচ্ছন্ন ছিলেন। কিন্তু এমনভাবে রাস্তার মাঝে কেউ ঘুমিয়ে পড়ে?
গোটা ঘটনা সোশ্যাল মিডিয়ায় আসা মাত্রই ভাইরাল। ঘটনাটি দেখে হেসে খুন নেটিজেনরা। ঘটনাটি ঘটেছে ভারতের উত্তর প্রদেশের গাজিয়াবাদের একটি ব্যস্ত রাস্তায়।