সংগীতশিল্পীর বিরুদ্ধে হেনস্তার অভিযোগ জোজোর

এক সংগীতশিল্পীর বিরুদ্ধে হেনস্তা ও শ্লীলতাহানির অভিযোগ করেছেন পশ্চিমবঙ্গের সংগীতশিল্পী জোজো। গত রোববার এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন তিনি।
আজ সোমবার বিকেলে পশ্চিমবঙ্গে দমদম শহরের বাড়িতে আয়োজিত এক সংবাদ সম্মেলন জোজো বলেন, ‘আমাকে মেরে ফেলে বিখ্যাত হতে চেয়েছিল রায়ান রায় (ওই গায়ক)। এটা রায়ানের পাবলিসিটি স্ট্যান্ট ছিল।’ জোজো বলেন, ‘গতকাল রোববার সন্ধ্যায় কলকাতার চারু মার্কেট এলাকায় নির্দেশক ও প্রযোজক প্রবাল মল্লিকের আশা অ্যাপার্টমেন্টে যাই। সেখানে কাজের কথাবার্তা চলাকালীন আচমকা রায়ান এসে আমার ওপর হামলে পড়ে।’
জোজো বলেন, নবাগত রায়ানকে তিনি থাকতে দিয়েছিলেন তাঁর গ্রাহাম রোডের পাশে অবস্থিত একটি ফ্ল্যাটে। যেহেতু রায়ান আসানসোল থেকে নতুন এসেছিলেন তাই রায়ানের থাকার ব্যবস্থা করে দেন।
জোজো বলেন, ‘একজন নবাগতকে সাহায্য করেছিলাম। এর থেকে বেশি কিছু ছিল না আমার মধ্যে।’ জোজোর দাবি, তিনিই রায়ান রায়কে একটি স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র ও একটি চলচ্চিত্রে গান করার সুযোগ করে দেন।
সংবাদ সম্মেলন আয়োজনের আগে স্থানীয় চারু মার্কেট থানায় রায়ানের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন জোজো। পুলিশকে তিনি জানিয়েছেন, ওই গায়ক শুধু তাঁকে মারধরই করেননি শ্লীলতাহানিও করেছেন। এরপর হাসপাতালে চিকিৎসাও নিয়েছেন জোজো।