মালয়েশিয়ায় গাড়ির চাপায় এক বাংলাদেশি নিহত

কম্পেক্টর নামের মালবাহী গাড়ির আঘাতে বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়। ছবি : দ্য স্টার থেকে
মালায়শিয়ার ক্লুয়াঙ্গে গাড়িচাপায় এক বাংলাদেশি শ্রমিক নিহত হয়েছেন। গতকাল রোববার ক্লুয়াঙ্গের জালান ফেলেদা কেহাঙ্গ তৈমুর এলাকার কাহাঙ্গ বাঁধ নির্মাণকাজে নিয়োজিত এক বাংলাদেশি কম্পেক্টর নামের এক মালবাহী গাড়ির আঘাতে মৃত্যুবরণ করেন। মালয়েশিয়ার দ্য স্টার অনলাইনে এই খবর প্রকাশিত হয়েছে। যদিও তাৎক্ষণিকভাবে ওই শ্রমিকের নাম জানা যায়নি।
ক্লুয়াঙ্গের সহকারী পুলিশ কমিশনার মো. লাহান জানান,কম্পেক্টর গাড়িতে বাড়ি খেয়ে ওই শ্রমিক মাথায় আঘাত পান। রোববার বেলা সাড়ে ৪টার দিকে তিনি যখন ওই গাড়িতে বিশ্রাম নিচ্ছিলেন তখন এই দুর্ঘটনা ঘটে। লাহাম জানান, যত দূর জানা গেছে গাড়ির চালক ওই কর্মীকে খেয়াল করেননি এবং দুর্ঘটনার পর পরই চালক পালিয়ে যান। এ ছাড়া এই ঘটনায় পুলিশ মালয়েশিয়ার সড়ক পরিবহন আইন ১৯৮৭ এর ৪১ ধারা অনুযায়ী একটি মামলা করেছে বলেও জানান পুলিশ কর্মকর্তা লাহাম।