বইমেলায় কবি সাকিব জামালের কাব্যগ্রন্থ ‘সেদিন বৃষ্টি হবার কথা ছিল’
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2022/03/13/book.jpg)
অমর একুশে বইমেলায় এসেছে কবি সাকিব জামালের সপ্তম কবিতাগ্রন্থ ‘সেদিন বৃষ্টি হবার কথা ছিল’। এতে সংকলিত হয়েছে উত্তরাধুনিক ভাবধারার একগুচ্ছ ‘স্যাড রোমান্টিক’ কবিতা।
বইটি প্রকাশ করেছে ‘বুনন প্রকাশন’ এবং এটির নান্দনিক প্রচ্ছদটি এঁকেছেন নওয়াজ মারজান।
কবি সাকিব জামালের ভাষ্য, ‘মানুষের জীবনে যেমন প্রেম আছে, তেমনই আছে বিরহ আর এ দুটো বিষয়ের সাথে বৃষ্টির রয়েছে চমৎকার নিগূঢ় সম্পর্ক। বৃষ্টিকে তাই কখনো প্রেমের প্রকাশার্থে ব্যবহার করা যায়, আবার প্রকাশ করা যায় বিরহের ভাষা হিসেবেও।’
বৃষ্টিকেন্দ্রিক পঙতিমালা দিয়ে জীবনবোধের দারুণ প্রকাশ ‘সেদিন বৃষ্টি হবার কথা ছিল’ পাঠমুগ্ধতার উপকরণ হতে পারে পাঠকদের জন্যে।
একগুচ্ছ বিরহের কবিতা, একগুচ্ছ বৃষ্টির কবিতা, একগুচ্ছ হাইকু আর একগুচ্ছ লিমেরিক নিয়ে মলাটবদ্ধ এই বইটি পাওয়া যাচ্ছে বইমেলায় লিটল ম্যাগাজিন চত্বরে বুনন প্রকাশনের ৪৮ নম্বর স্টলে।