কথার লড়াইয়ে সরব কোহলিরা মাঠে নিষ্প্রভ
ইটস কামিং টু স্লো—পার্থ টেস্টে ব্যাটিংয়ের সময় এভাবেই অস্ট্রেলিয়ান পেসার মিচেল স্টার্ককে খোঁচা দিয়েছিলেন ভারতীয় ওপেনার যশস্বী জয়সওয়াল। পরবর্তীতে জবাবটা কিভাবে দিয়েছেন স্টার্ক, তা সবারই জানা। শুধু জয়সওয়াল নয় মাঠে পারফর্ম করতে না পারলেও কথার লড়াইয়ে একচুলও ছাড় দেয়নি সিরাজ-কোহলিরা। স্লেজিংয়ে ভারতকে না হারাতে পারলেও মাঠের ক্রিকেটে ঠিকই ধরাশায়ী করে ছেড়েছে প্যাট কামিন্সরা।ভারত-অস্ট্রেলিয়া ক্রিকেট ম্যাচ...
সর্বাধিক ক্লিক