বইমেলায় জাহিদ আকবরের উপন্যাস ‘নামহীন’

উপমহাদেশের বিখ্যাত রকস্টার আইয়ুব বাচ্চু প্রয়াত হলেও অনুজরা তাঁকে ভুলে যাননি। কিংবদন্তি এ ব্যান্ড তারকাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে গীতিকবি জাহিদ আকবর তাঁর লেখা উপন্যাস ‘নামহীন’ উৎসর্গ করলেন। বইটি চলতি অমর একুশে গ্রন্থমেলায় এসেছে প্রিয়মুখ প্রকাশনী থেকে।
জাহিদ আকবরের লেখা মোট সাতটি গানে সুর করেছিলেন আইয়ুব বাচ্চু। দুটি গানে তিনি কণ্ঠ দিয়েছিলেন এবং পাঁচটি গানের সুর করেছিলেন। প্রথম অ্যালবামে গেয়েছিলেন কানিজ সুবর্ণা ও সোলসের নাসিম আলী খান। ২০০০ সালে প্রকাশিত আইয়ুব বাচ্চুর ‘একা’ অ্যালবামের টাইটেল গান ‘একা’ লিখেছিলেন জাহিদ আকবর।
প্রয়াত গিটার জাদুকরকে ‘নামহীন’ বইটি উৎসর্গ প্রসঙ্গে এনটিভি অনলাইনকে জাহিদ আকবর বলেন, ‘এ শহরে আমার নতুন জন্ম বসের (আইয়ুব বাচ্চু) হাত ধরে। উনি যদি আমার লেখা গানে কাজ না করতেন, তাহলে হয়তো এ শহরে আমি টিকে থাকতে পারতাম না। হৃদয় নিংড়ানো ভালোবাসা থেকে উৎসর্গ করলাম। কোনো বাণিজ্যিক উদ্দেশ্যে নয়, তাঁকে শুধু সম্মান জানানোর জন্য উৎসর্গ করেছি।’
‘নামহীন’ জাহিদ আকবরের তৃতীয় উপন্যাস। তাঁর লেখা প্রথম উপন্যাস ‘উধাও’ প্রকাশ হয়েছিল ২০১৮-এর বইমেলায়। পরের বছর প্রকাশ পায় ‘শিকার’। দুটি বইয়ের সাফল্যের ধারাবাহিকতায় এবার এলো ‘নামহীন’।
জাহিদ আকবর আরো বলেন, “এ শহর অনেক মানুষের স্বপ্ন ভেঙে দেয়। এমনই এক তরুণের স্বপ্ন ভাঙার গল্প ‘নামহীন’।”
গ্রন্থমেলার প্রিয়মুখ প্রকাশনীর ২৪৪-২৪৫-২৪৬ নম্বর স্টলে পাওয়া যাবে ‘নামহীন’। পাশপাশি অনলাইনে রকমারি ডটকম থেকেও পাঠক সংগ্রহ করতে পারবেন বইটি।
কণ্ঠশিল্পী হাবিবের কণ্ঠের ‘ডুব’, ন্যানসির ‘দুদিকেই বসবাস’, ‘বাড়ি’, ‘শুনতে চাই তোমায়’; ইমরানের ‘আরাধনা’, ‘আনমনা’; আরফিন রুমির ‘প্রিয়তমা’, ‘মন রাখো পাঁজরে’, ‘কিছু কথা আকাশে পাঠাও’, ‘তুমিহীনা’; কাজী শুভর ‘মন পাঁজরে’; কিশোরের ‘আট নম্বর বাস বনলতা সেন’, ‘এই হৃদয় করে তোর সাধনা’—গানগুলো লিখে গীতকবি হিসেবে জনপ্রিয়তা পেয়েছেন জাহিদ আকবর।
এ ছাড়া শাকিব খানের ‘হিরো দ্য সুপারস্টার’, অনন্ত জলিলের ‘মোস্ট ওয়েলকাম’, ‘নিঃস্বার্থ ভালোবাসা’, মুস্তফা কামাল রাজের ‘প্রজাপতি’, অনন্য মামুনের ‘অস্তিত্ব’-এর মতো আলোচিত ছবিতেও জাহিদ আকবরের লেখা গান রয়েছে। মুক্তির অপেক্ষায় থাকা ‘মেকআপ’, ‘সাইকো’, ‘ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা’ (আকবর) ছবিতেও থাকছে তাঁর লেখা গান।