সোহেলুর রহমানের ‘না পাঠানো চিঠি’
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2022/02/02/book_sohelur.jpg)
সোহেলুর রহমানের প্রথম কবিতার বই ‘না পাঠানো চিঠি’ প্রকাশ হতে যাচ্ছে আসছে অমর একুশে গ্রন্থমেলায়। বইটি প্রকাশ করছে চয়ন প্রকাশন। প্রচ্ছদ করেছেন টিপু দেব।
নিজের প্রথম বই নিয়ে কবির মত, এই গ্রন্থের কবিতাগুলো নিছক কবিতা নয়। এর প্রতিটি বাক্য আমাদের যাপিত জীবনের নানা বাঁক, পরিক্রমায় হতাশা আর স্বপ্নের গল্প। সেই সঙ্গে দেশ আর দশের নানান ভাবনা, দেখা আর বোঝার মিশেল। কবিতাগুলো সমাজ, সংসার আর রাষ্ট্রের নানা অসাম্য ও বঞ্চনার দলিল।
মোট ৩৯টি কবিতায় কবি তুলে ধরেছেন এক যুগেরও বেশি সময়ের নানান ঘটনা, ঘটনার রেশ ও সম্ভাবনাকে। কবিতার ছত্রে ছত্রে তুলে ধরেছেন ব্যক্তি মানুষ, সমাজ ও রাষ্ট্রের অসাম্য, বঞ্চনা আর অনিয়মকে।
করোনার সংক্রমণ বেড়ে যাওয়ার ফলে বইমেলা পিছিয়ে যাওয়ায় এখন চলছে ‘না পাঠানো চিঠি’র প্রি-অর্ডার। বইটির মুদ্রিত মূল্য ১৮০ টাকা, তবে ২৫ শতাংশ ছাড়ে ১৩৫ টাকায় পাওয়া যাবে।