অমর একুশে গ্রন্থমেলার বই
এহসান মাহমুদের উপন্যাস ‘একাত্তরের লাল মিয়া’

অমর একুশে গ্রন্থমেলায় প্রকাশিত হয়েছে তরুণ কথাসাহিত্যিক এহসান মাহমুদের প্রথম উপন্যাস ‘একাত্তরের লাল মিয়া’।
‘একাত্তরের লাল মিয়া’ উপন্যাসের কেন্দ্রে রয়েছেন মাদারীপুরের দুস্থ মুক্তিযোদ্ধা মো. লাল মিয়া খান। মুক্তিযোদ্ধা লাল মিয়ার যুদ্ধকালীন সাহস, শঙ্কা ও যুদ্ধপরবর্তী হতাশাকে ঘিরে গড়ে উঠেছে উপন্যাসের কাহিনী। একজন লাল মিয়ার মধ্য দিয়ে বর্ণিত হয়েছে দেশভাগ, মুক্তিযুদ্ধ ও যুদ্ধপরবর্তী স্বাধীন বাংলাদেশের নাগরিকদের নানা বঞ্চনা ও হতাশার গল্প।
‘একাত্তরের লাল মিয়া’ উপন্যাসটি বই হিসেবে প্রকাশের আগে দৈনিক সংবাদ পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয়েছিল। বইটি প্রকাশ করেছে প্লাটফর্ম। বইটির প্রচ্ছদ এঁকেছেন কাইয়ুম চৌধুরী।