বইমেলায় পলাশ মাহবুবের পাঁচ বই

বইমেলায় প্রকাশিত হয়েছে লেখক, নাট্যকার ও ছড়াকার পলাশ মাহবুবের পাঁচটি বই। এর মধ্যে একটি বড়দের উপন্যাস, একটি কিশোর উপন্যাস, একটি বড়দের গল্প, একটি ছোটদের গল্প এবং একটি কিশোর ছড়াগ্রন্থ।
উপন্যাস ‘হঠাৎ খলিল’ মেলায় আনছে অবসর প্রকাশনা সংস্থা। কিশোর উপন্যাস ‘টমজ’ প্রকাশিত হচ্ছে অন্বেষা প্রকাশন থেকে। তাম্রলিপি প্রকাশ করছে গল্পগ্রন্থ ‘প্যান্ট ও পাজামার গল্প’। কিশোর ছড়াগ্রন্থ ‘আয়রে আমার ছেলেবেলা’ আসছে অনিন্দ্য প্রকাশ থেকে। ‘আয়রে আমার ছেলেবেলা’ বইটি সম্পূর্ণ চাররঙা। এ ছাড়া ছোটদের অ্যাডভেঞ্চার গ্রন্থ ‘ম্যাগনেট আতংক’ মেলায় আনছে প্রিয়মুখ।
নতুন বই সম্পর্কে পলাশ মাহবুব বলেন, ‘এবারের বইগুলোতে ভিন্ন আঙ্গিকের কিছু গল্প পাবেন পাঠকরা। আশা করি পাঠকদের ভালো লাগবে। যেমন যমজদের নিয়ে অনেক গল্প লেখা হয়েছে। কিন্তু এক চেহারার তিনজন মানে ‘টমজ’দের নিয়ে সেভাবে কোনো গল্প নেই। কিশোর উপন্যাস ‘টমজ’-এ আছে এক চেহারার তিন ভাইয়ের মজার গল্প। এ ছাড়া ১৪ বছর পর প্রকাশিত হচ্ছে আমার দ্বিতীয় ছড়াগ্রন্থ ‘আয়রে আমার ছেলেবেলা’। এই বইটি নিয়েও আমি ভীষণ আশাবাদী।