আমীন আল রশীদের ‘সরকারি বিরোধী দল’

অমর একুশের বইমেলায় এসেছে চ্যানেল-২৪-এর সাংবাদিক আমীন আল রশীদের ‘সরকারি বিরোধী দল : দশম সংসদের প্রথম বছর’। বইটি এনেছে ঐতিহ্য। ১৩ ফেব্রুয়ারি (শুক্রবার) বইটি মেলায় আসে।
১১টি অধ্যায়ের এই বইয়ে বিরোধী দল কী,বাংলাদেশে কবে সত্যিকারের বিরোধী দল ছিল, গণতন্ত্রে কেন বিরোধী দল প্রয়োজন, সংসদে বর্তমান বিরোধী দল কোন কোন বিষয়ে বিরোধী দলের ভূমিকা রেখেছে ইত্যাদি নানা ইস্যু স্থান পেয়েছে ১৩৬ পৃষ্ঠার বইটিতে।
বইটি সম্পর্কে আমীন আল রশীদ বলেন, “দশম সংসদের যাত্রা শুরুর পর এক বছরে জাতীয় পার্টি বিরোধী দল হিসেবে কতুটুকু ভূমিকা রাখতে পেরেছে বা সংসদে এবং সংসদের বাইরে তারা কতটুকু বিরোধী দল, এ বইতে তিনি সেসবের নির্মোহ বিশ্লেষণের চেষ্টা করেছেন। যতটা সম্ভব দলনিরপেক্ষ থেকে একজন সাংবাদিক যেভাবে ঘটনাপ্রবাহের প্রতি দৃষ্টি রাখেন, এই বই তারই প্রতিফলন বলে তিনি উল্লেখ করেন।
বইটির দাম ধরা হয়েছে ২৬০ টাকা।