দেখি ছোট ছবি
বাক্সে বাক্সে বন্দি বাক্স ‘রুম ৮’

‘রুম ৮’ ছবিটি বোম্বে সেফায়ার ইমাজিনেশন সিরিজের অংশ হিসেবে ২০১৩ সালে তৈরি করা হয়েছিল। এই প্রজেক্টের আওতায় একসঙ্গে পাঁচটি স্বল্পদৈর্ঘ্য ছবি নির্মাণ করা হয়।
জিওফ্রে ফ্লেচারের গল্প থেকে ‘রুম ৮’ ছবিটির চিত্রনাট্য তৈরি করা হয়। এটি পরিচালনা করেছেন জেমস ডব্লিউ গ্রিফিথস। তিনি মূলত একজন চলচ্চিত্র সম্পাদক। ‘রুম ৮’ তাঁর তৃতীয় স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র।
স্বল্পদৈর্ঘ্য এই ছবিতে অভিনয় করেছেন টম কালেন, মাইকেল গোল্ড ও ফ্র্যাঙ্ক জালেস্কি। ছয় মিনিট ২২ সেকেন্ড ব্যাপ্তির ছবিটিতে দেখা যায়, একজন অপরাধীকে রাশিয়ার জেলে পাঠানো হয়। সেখানে তাঁর সেলে আগে থেকেই একজন রুমমেট আছেন। তাঁর কাছে রয়েছে অদ্ভুত এক লাল বাক্স।
কিন্তু সেই কয়েদিকে বাক্সটি খুলতে মানা করেন রুমমেট। বারণ উপেক্ষা করে বাক্সটি খুলে তিনি দেখেন, এর মধ্যে তাঁদের রুমেরই একটি ছোট সংস্করণ। সেখানেই পালানোর পথ খুঁজে পান সেই কয়েদি। কিন্তু পালাতে গিয়ে চিরকালের জন্য বন্দি হয়ে যান তিনি।
২০১৩ সালে বাফটায় (ব্রিটিশ একাডেমি ফিল্ম অ্যাওয়ার্ডস) সেরা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের পুরস্কার জিতে নিয়েছিল ‘রুম ৮’।
দেখুন পুরো ছবিটি :