রানা আব্বাসের গল্পগ্রন্থ ‘আঁধারে আলোকরেখা’

এবারের একুশে বইমেলায় বেরিয়েছে রানা আব্বাসের প্রথম গল্পগ্রন্থ ‘আঁধারে আলোকরেখা’। এতে রয়েছে ১০টি গল্প। বইটি বের করেছে শ্রাবণ প্রকাশনী। বইমেলার ১৮৬-৮৭ নং স্টলে বইটি পাওয়া যাচ্ছে। দাম ১২৫ টাকা।
‘আঁধারে আলোকরেখা’ গল্পগ্রন্থ সম্পর্কে লেখক রানা আব্বাস এনটিভি অনলাইনকে জানান, গল্পগুলো লেখা হয়েছে কয়েক বছর ধরে। বিভিন্ন সময়ে লেখা এ গল্পগুলো আনন্দ-ভালোবাসার, হৃদয় খুঁড়ে জাগানো অব্যক্ত হাহাকারের। অন্তর্দৃষ্টি দিয়ে দেখা জীবনের নানা অভিজ্ঞতা শব্দের শৈল্পিক বুননে দুই মলাটে বন্দি করার চেষ্টা করেছেন তিনি। গল্পগুলো পড়ে পাঠক ভিন্ন স্বাদ পাবেন বলে আশা করেন লেখক।
রানা আব্বাস আরো বলেন, ‘ভালো একটি গল্প পাঠে বরাবরই নির্মল আনন্দ পাওয়ার নিশ্চয়তা মেলে। ছোটগল্প আমার কাছে দূরবীনের মতোই। ছোট্ট একটা ছিদ্রে চোখ রেখে ক্ষণিকের জন্য দেখতে হয় জীবনের নানা দৃশ্য। সে দৃশ্যগুলো মনে জাগায় ভিন্ন অনুভূতি। সাহিত্যে এর স্বাদ ভিন্ন। তা ছাড়া আমরা সবাই গল্প বলতে ভালোবাসি, শুনতেও পছন্দ করি। তবে গল্প বলাটা মোটেও সহজ কাজ নয়। ফলে বলতে পারি না, ঠিক গল্পাকার হয়ে উঠলাম কি না। সে বিচারের ভার না হয় তোলা রইল সময় ও পাঠকের হাতে।’
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগে স্নাতক ও স্নাতকোত্তর করা রানা আব্বাস বর্তমানে জাতীয় দৈনিক প্রথম আলোর সহসম্পাদক হিসেবে কর্মরত। তাঁর লেখালেখির শুরুটা পত্রপত্রিকায় চিঠিপত্র লেখার মাধ্যমে। এরপর বিভিন্ন বিভাগে লিখেছেন। এখনো লিখছেন নিয়মিত। মননশীল লেখা দিয়ে শুরু হলেও সৃজনশীল লেখালেখিতে ভীষণ টান অনুভব করেন তিনি। তাঁর বহু গল্প ছাপা হয়েছে বিভিন্ন জাতীয় দৈনিকে।