তালহা বিন জসিমের প্রথম কবিতার বই

একুশে গ্রন্থমেলায় সাংবাদিক তালহা বিন জসিমের প্রথম কবিতার বই ‘ধুলো পায়ে হাঁটছি অনন্তকাল’ প্রকাশিত হয়েছে। ৪৭টি কবিতা নিয়ে প্রকাশনা সংস্থা বই কারিগর বইটি প্রকাশ করেছে। বইটির প্রচ্ছদ করেছেন হামিদুল ইসলাম, দাম ১৩০ টাকা। বইটি পাওয়া যাবে বইমেলার সোহরাওয়ার্দী উদ্যান চত্বরের মিজান পাবলিশার্স (৩৫৮-৩৬০)-এর স্টলে।
কবিতার বিষয় প্রকরণ হিসেবে এ তরুণ কবি বেছে নিয়েছেন নিজের জীবন ও তাঁর চারপাশ। খ্যাতি, সৃষ্টিশীলতা, সমাজবদলের কবিতা নয় এসব সম্পর্কের জটিলতায় অনন্ত আলোড়নে কবির আত্মার তীব্র আবেগের আন্তরিক প্রকাশ। কিছু জীবনের মুহূর্ত, ভালোলাগা, খারাপ লাগা, অজানা ভয়, মানসিক টানাপড়েন, মোট কথা প্রতিটি শব্দে শব্দে কবি নিজেকে প্রকাশ ও ধারণ করেছেন। ২০০৮ থেকে ২০১৫ সাল এই সময়ের সাথে জীবনের চারপাশের খণ্ডিত অংশ উঠে এসেছে এ কবিতায়, পুরো কবিতাগুলো কবির জীবন ঘষে ঘষে লেখা। এতে সর্বজনীন জীবনবোধ নেই, পুরোটা কবির অন্তরঙ্গ জীবনবোধে ভরপুর। এই কবিতা আশাবাদী কারোর জন্য নয়, এ কবির জীবনবোধের অপরিষ্কার, অপরিচ্ছন্ন আর্তস্বর। জীবন অনুভূতির অপরিপক্ব অগভীর সংলাপে প্রেম ও বিরহের শোকগাঁথা, আর্তনাদ। এ ছাড়া লেখকের আরো বইগুলোর মধ্যে রয়েছে অর্ধশতাধিক বিশ্বসেরাদের ভাষণ নিয়ে ‘বিশ্বসেরাদের নির্বাচিত ভাষণ (২০১১)’ বিশ্বসেরা ১৫ জন জাতীয় কবির জীবনী, সাহিত্য সমালোচনা, নির্বাচিত কবিতা নিয়ে ‘বিশ্বসেরা জাতীয় কবি (২০১২), এবং হুমায়ূন আহমেদের ২৮টি সাক্ষাৎকার নিয়ে ‘হুমায়ূন আহমেদের সাক্ষাৎকার (২০১৩)’, হুমায়ূন আহমেদের নাটক, চলচ্চিত্র ও গান নিয়ে লেখা ‘নাটক চলচ্চিত্রে হুমায়ূন আহমেদ (২০১৩)’। এসব বই পাওয়া যাবে মিজান পাবলিশার্সের স্টলে।