তানিম কবিরের নতুন বই

এ বছর অমর একুশে গ্রন্থমেলায় শুদ্ধস্বর থেকে প্রকাশিত হয়েছে তানিম কবিরের দ্বিতীয় কবিতার বই ‘সকলই সকল’। এর আগে, গত বছর একই প্রকাশনী থেকে এসেছিল লেখকের প্রথম বই ‘ওই অর্থে’।
নতুন প্রকাশিত বইটি নিয়ে কবির বলেন, “কবিতায় আমার অবস্থান আত্মজৈবনিক, ব্যক্তি জীবনের এবং ব্যক্তি যাপনের সবচেয়ে নিকটতম আলোড়নগুলোই আমার কবিতা। এবার প্রকাশিত বইটি আমার আগের প্রকাশিত বইটির নামকে আপডেট করার গোপন ষড়যন্ত্রে নিয়োজিত।তফাৎ কী জানি না, তবে ঘটনা যা দাঁড়াচ্ছে তা হলো— ‘ওই অর্থে সকলই সকল’।
দুটো বইয়েরই প্রচ্ছদ এঁকেছে শিল্পী খেয়া মেজবা। গ্রন্থমেলার সোহরাওয়ার্দী উদ্যান এবং বাংলা একাডেমি প্রাঙ্গণ দুইজায়গাতেই শুদ্ধস্বরের স্টলে বই দুটি পাওয়া যাবে। ‘সকলই সকল’-এর কমিশন পরবর্তী বিনিময় মূল্য ১০৫ টাকা এবং ওই অর্থে বইটির দাম পড়ে ৭০ টাকা। এ ছাড়া, অনলাইনে বই বিক্রিকারী প্রতিষ্ঠান রকমারিডটকমে অর্ডার দিয়েও বই দুটি সংগ্রহ করা যাবে।