একুশে বইমেলার বই
ময়ুখ চৌধুরীর কাব্যগ্রন্থ ‘পলাতক পেণ্ডুলাম’

তেরো বছর পর এবারের বইমেলায় প্রকাশিত হচ্ছে কবি ময়ুখ চৌধুরীর কাব্যগ্রন্থ ‘পলাতক পেণ্ডুলাম’। কবির সর্বশেষ কাব্যগ্রন্থ ‘আমার আসতে একটু দেরি হতে পারে’ প্রকাশিত হয় ২০০২ সালে।
বইয়ের শিরোনাম এমন কেন এমন প্রশ্নের উত্তরে কবি বলেন, “মাঝখানে বিরতি দিয়ে আবার ফিরে আসছে পেণ্ডুলাম। এখানে পেণ্ডুলাম আসলে ঐতিহ্যের প্রতীক যা ফিরে এসেছে। তবে পেণ্ডুলাম কেন ‘পলাতক’ হবে তার ব্যাখ্যা পাওয়া যাবে কবিতাগুলোতে। পেণ্ডুলাম ফিরে এসেছে দর্শন আর বিজ্ঞানের কাছে। রাজনৈতিক স্বপ্নভঙ্গের কারণে করুণ আর্তনাদ আছে এই পলাতক পেণ্ডুলামের কবিতায়।”
কবিতার মাধ্যমে মুখোশধারীদের নিন্দা শুধু নয় শিল্পযোগে সেগুলো যথার্থ কবিতা হয়ে উঠেছে বলে উল্লেখ করেন কবি। বইটি বেরিয়েছে অ্যাডর্ন পাবলিকেশন থেকে। প্রচ্ছদ করেছেন সব্যসাচী হাজরা। বইটির দাম ধরা হয়েছে ১৩০ টাকা।