সাক্ষাৎকার
মেলার প্রাণ নবীন লেখক ও প্রকাশকরা : নির্মলেন্দু গুণ

অমর একুশে গ্রন্থমেলার সপ্তম দিনে প্রথমবারের মতো এসেছেন কবি নির্মলেন্দু গুণ। সোহরাওয়ার্দী উদ্যানের বিভিন্ন স্টল ঘুরে বেশ আমোদ লাভ করছেন তিনি, কবিকে দেখলেই তা বোঝা যাচ্ছিল।
মেলায় এবার নতুন দুটি বই এসেছে উল্লেখ করে কবি বলেন, ‘আসলে মেলার প্রাণ হচ্ছে নতুন কবি-লেখক ও প্রকাশকরা। নতুন কবি-লেখকদের লেখা প্রকাশিত হয়, যে কারণে তাঁরা বেশি বেশি আসেন। এমনকি আসাটাই স্বাভাবিক।’
মেলার পরিসর বৃদ্ধি হওয়ায় তিনি সন্তোষ প্রকাশের পাশাপাশি বলেন, ‘বাংলা একাডেমিকে আমি ব্যক্তিগতভাবে অনেকদিন থেকে বলছি, যেন মেলার পরিসর বৃদ্ধি করা হয়। এতদিন পর তারা এ বাস্তবতাকে উপলব্ধি করতে পেরেছে। এতে মেলা পেয়েছে প্রাণ।’
শারীরিক অবস্থা সম্পর্কে নির্মলেন্দু গুণ জানান, এখন তিনি আগের চেয়ে সুস্থ আছেন। বইমেলায় এসে তাঁর ভালো লাগছে।