নতুন বই
অরণ্য পাশার ছোটগল্পের বই আনন্দ আশ্রম

সাহিত্যিক ও মডেল অরণ্য পাশা এবার একুশে বইমেলায় এসেছেন আত্মস্মৃতিমূলক ছোটগল্পের বই ‘আনন্দ আশ্রম।’ এরই মধ্যে পাঠকদের কাছে বেশ কৌতূহল জাগিয়েছে বইটি। আনন্দ আশ্রম প্রসঙ্গে অরণ্য পাশা বলেন, ‘এ শহরে পালিয়ে আসার আগে আমার একটা জীবন ছিল। গ্রাম। আমার সমৃদ্ধ শৈশব, কৈশোর। হাল চাষ, রোয়া বোনা, আলু-টমেটো চাষ, রাই সরিষার ক্ষেত, মাঠের দিঘি। টুকরো টুকরো স্মৃতি। আমার যাপিত জীবন। এ শহরে নিজেকে মানিয়ে নেওয়ার গল্প। না শহর না গ্রাম। কোথাও মনটাকে স্থিতু করতে পারিনি। এসব দোলাচলের গল্প নিয়েই আনন্দ আশ্রম। আশা করি বইটি পড়ে পাঠকরা নস্টালজিয়ায় ভুগবেন। স্মৃতি এসে উঁকি দেবে মনের কোণে।’
আনন্দ আশ্রম-এর প্রচ্ছদ করেছেন ধ্রুব এষ। বইটির মূল্য ১৫০ টাকা। পাওয়া যাচ্ছে দেশ পাবলিকেশন্সের ৪০৮-৪০৮ নং স্টলে (সোহরাওয়ার্দী উদ্যান)।