নতুন বই
বইমেলায় এসেছে শাম্মী তুলতুলের দুটি বই

মেলায় বের হয়েছে ঔপন্যাসিক ও গল্পকার শাম্মী তুলতুলের নতুন বই।
দীর্ঘ তিন বছর কাজ করে বের করেছেন প্রথম উপন্যাস ‘চোরাবালির বাসিন্দা’। চোরাবালির বাসিন্দা সম্পর্কে লেখক বলেছেন, অন্যায়কারী যেই হোক না কেন তার ছাড় নেই। দেশকে ভালোবাসার মধ্যেই পরম তৃপ্তি আর কোথাও পাওয়া যায় না। মুক্তিযুদ্ধেরর কথা শুনলেই তাঁর গা শিউরে ওঠে। আরো লিখেছেন, ‘আমাদের সমাজে নারীরা নারীদের সহযোগিতা করতে এগিয়ে আসে কম। তাই এক নারী যেন অন্য নারীর প্রতি আন্তরিক হন।’
‘চোরাবালির বাসিন্দা’ উপন্যাসটি বের করেছে অনিন্দ্য প্রকাশ।
প্রচ্ছদ করেছেন ধ্রুব এষ। স্টল নাম্বার ২৯৩ , ২৯৬। দাম ১২০ টাকা।
‘গণিত মামার চামচরহস্য’। এই গল্পে তিনি বোঝাতে চেয়েছেন ছোটদের শুধু লেখাপড়ায় নয়, তাদের অন্যান্য সব গুণের দিকেও নজর দিতে হবে পরিবারের সদস্যদের। বইটি বের করেছেন প্রতিভা প্রকাশ। প্রচ্ছদ করেছেন নচিকেতা মাহাতা। স্টল নম্বর ৪৭১ ও ৪৭২, দাম ৮০ টাকা।