নতুন বই
ইবনুল করিম রূপেনের প্রথম উপন্যাস বিবর্ণ শ্বাসমূল

বাদলের বিশ্ববিদ্যালয় জীবন শেষ বেশ আগেই। কিন্তু ক্যাম্পাসে ঘটে যায় এক অনাকাঙ্ক্ষিত ঘটনা। নিজের বাবার ভিন্ন এক রূপ দেখতে পায় বাদল। ঘৃণা জন্মায় বাবার প্রতি। হারিয়ে যায় সে। কীভাবে যেন পৌঁছে যায় নিঝুম দ্বীপে। ওখানকার প্রকৃতি আর মানুষের ভালোবাসায় সিক্ত হতে থাকে সে। প্রাণভরে শ্বাস নেওয়ার এক জায়গা খুঁজে পায় সে। কিন্তু এদিকে এক মায়াবতী মেয়ের অপেক্ষা আর শেষ হয় না।
ইবনুল করিম রূপেনের প্রথম উপন্যাস ‘বিবর্ণ শ্বাসমূল’-এর পটভূমি এটি। প্রকাশিত হয়েছে কলি প্রকাশনী থেকে। প্রচ্ছদ করেছেন শিল্পী বিপ্লব বিপ্রদাস।
নামকরণ সম্পর্কে লেখক জানান, উপকূলীয় অঞ্চলের ম্যানগ্রোভ গাছগুলো জোয়ারের সময় মাটি থেকে খাড়া সূঁচালো হয়ে থাকা শ্বাসমূলের সাহায্যে শ্বসন কাজ চালায়। আমাদের জীবনেও কখনো কখনো কোনো শ্বাসমূলের মতো কিছু একটার প্রয়োজন দেখা দেয়। প্রাণভরে নিশ্বাস নেওয়ার একটা জায়গা খুঁজে বেড়াই কেউ কেউ। এমন ভাবনা থেকেই এই নামকরণ। এই উপন্যাসে প্রেম আছে, ভালোবাসা আছে, ভ্রমণ আছে, প্রকৃতির বর্ণনা আছে।
অমর একুশে গ্রন্থমেলায় কলি প্রকাশনীর ২১৭ ও ২১৮ নম্বর স্টলে পাওয়া যাচ্ছ বইটি। মূল্য ১৫০ টাকা।