প্রকাশকের কথা
নবীনদের কাছ থেকে বেশি সাড়া পাই : নাজমুল হুদা রতন

অমর একুশে গ্রন্থমেলায় প্রতিবছরই প্রকাশকরা নতুন নতুন বই নিয়ে উপস্থিত হন পাঠকের সামনে। তাঁদের আয়োজন ও বই-ভাবনা নিয়ে আমাদের এ আয়োজন। আজ এনটিভি অনলাইনের সঙ্গে কথা বলেছেন সাহস প্রকাশনীর স্বত্বাধিকারী নাজমুল হুদা রতন।
এনটিভি অনলাইন : মেলায় এবার আপনি কততম বারের জন্য অংশ নিচ্ছেন?
নাজমুল হুদা রতন : ষষ্ঠবারের মতো ‘অমর একুশে গ্রন্থমেলায়’ অংশ নেব।
এনটিভি অনলাইন : এবার ‘সাহস পাবলিকেশন্স’ কতগুলো নতুন বই আনছে?
রতন : এবার প্রায় ২০-২৫টি নতুন বই আসছে। যার মধ্যে নবীন এবং সৃষ্টিশীল লেখকদের সংখ্যাই বেশি।
এনটিভি অনলাইন : এগুলোর মধ্যে আপনার ভালো লেগেছে এমন পাঁচটি বইয়ের কথা বলুন।
রতন : ড. জাকিরুল হকের ‘স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস’, রণজিৎ সরকারের ‘পথে পাওয়া’, আইয়ুব হোসেনের ‘কিশোর যোদ্ধার নয় মাস’, আমার সায়েন্সফিকশন ‘সে ও মিশিনা’, ডা. হাফিজ উদ্দিন আহমেদের ‘বাঁচতে হবে অনেকদিন’ এ পাঁচটি বই আমার কাছে প্রথম কাতারের।
এনটিভি অনলাইন : কেন আপনার কাছে বইগুলো ভালো লেগেছে।
রতন : বিষয় বৈচিত্র্য না থাকলে সৃষ্টিশীলতার যে মূল ছন্দ, তা খুঁজে পাওয়া যায় না। এগুলোর বিষয় বৈচিত্র্যতার কারণে আমার কাছে এগুলো ভালো লেগেছে। বিশেষ করে মুক্তিযুদ্ধ তরুণ সম্প্রদায়ের কাছে বেশ আগ্রহের একটি বিষয়। বাংলাদেশের অভ্যুদয় এবং মুক্তিযুদ্ধ নিয়ে বই প্রকাশ তাই আমার কাছে বিশেষ কিছু।
এনটিভি অনলাইন : এবারের বইমেলা কেমন হবে বলে মনে করেন?
রতন : অন্যান্য বছরের তুলনায় এবারের অবস্থা বেশ ভালো। দেশের সার্বিক পরিস্থিতি শান্ত। সুতরাং বইমেলা বেশ উপভোগ্য হবে বলে মনে হচ্ছে।
এনটিভি অনলাইন : ‘সাহস পাবলিকেশন্স’ কোন ধরনের বইকে গুরুত্ব দেয় বেশি?
রতন : সৃজনশীল সাহিত্য প্রকাশ করার ইচ্ছা থেকেই ‘সাহস পাবলিকেশন্স’-এর পথচলা শুরু। নবীণ লেখকদের সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়ে থাকে।
এনটিভি অনলাইন : এর আগে পাঁচবার মেলায় স্টল ছিল ‘সাহস পাবলিকেশন্স’-এর। কেমন সাড়া পেয়েছেন?
রতন : বিশেষ করে নবীনদের একটি আস্থার জায়গা হিসেবে আমরা উঠে আসতে পেরেছি। মেলায় নবীনদের কাছে ইতিপূর্বে বেশ সাড়া পেয়েছি আমরা। আশা করছি এ ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এনটিভি অনলাইন : ধন্যবাদ আপনাকে।
রতন : আপনাকেও ধন্যবাদ।