কবি সুফিয়া কামালের জন্মবার্ষিকী উপলক্ষে স্মারকবক্তৃতা

বিশিষ্ট কথাসাহিত্যিক অধ্যাপক হাসান আজিজুল হক বলেছেন, ‘সমাজকে এগিয়ে নিতে হলে নারীকে ধরে নিতে হবে অর্ধাঙ্গ হিসেবে। নারীকে সব সুযোগ-সুবিধা মর্যাদা একই রকম দিতে হবে। এতে একটুও কমবেশি করা যাবে না।’
সোমবার দুপুরে বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে কবি সুফিয়া কামালের ১০৫তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ‘সুফিয়া কামাল ও একুশ শতকের নারী আন্দোলন’ শীর্ষক স্মারকবক্তৃতা প্রদানকালে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ মহিলা পরিষদ এ অনুষ্ঠানের আয়োজন করে।
সভায় অধ্যাপক হাসান আজিজুল হককে ‘কবি সুফিয়া কামাল সম্মাননা পদক’ দেওয়া হয়। মহিলা পরিষদের সভাপতি আয়শা খানমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মালেকা বানু।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক ড. নাসিম আখতার হোসাইন বলেন, ‘দেশ বিভাগের পর পাকিস্তানের সাংস্কৃতিক আধিপত্যের বিরুদ্ধে সুফিয়া কামাল তাঁর কবিতা লেখার মাধ্যমে জাতীয় সত্তা প্রতিষ্ঠার লড়াকু সৈনিকে পরিণত হন।’
‘জননী সাহসিকা’খ্যাত কবি বেগম সুফিয়া কামাল ১৯১১ সালের ২০ জুন বরিশালের শায়েস্তাবাদের মামাবাড়িতে জন্মগ্রহণ করেন। ১৯৯৯ সালের ২০ নভেম্বর ঢাকায় মারা যান তিনি।