অনেক ক্ষতি হয়েছে, দোকানপাট খুলতে চাই : দোকান মালিক সমিতি
নিউ মার্কেটের ব্যবসায়ীদের সঙ্গে ঢাকা কলেজের ছাত্রদের সংঘর্ষের ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তি চেয়ে ব্যবসায়ীরা বলেছেন, ‘আমাদের অনেক ক্ষতি হয়েছে। এখন থেকে আমরা দোকানপাট খুলে দিতে চাই।’
আজ বুধবার দুপুরে নিউমার্কেট দোকান মালিক সমিতির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে একথা বলেন বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন।
হেলাল উদ্দিনের সংবাদ সম্মেলনের পর বিকেল ৩টা থেকে গাউছিয়া, বলাকা ভবন, চাঁদনী চকের কিছু কিছু দোকান খুলতে দেখা যায়। আরও অনেক দোকানি তাঁদের দোকানের আশপাশে উপস্থিত রয়েছেন। অপেক্ষায় রয়েছেন দোকান খোলার।
নিউ মার্কেট এলাকার সড়ক আজ সকাল ১০টা থেকেই শান্ত দেখা গেছে। সড়কে ব্যবসায়ী-কর্মচারী, শিক্ষার্থীসহ বিবদমান কোনো পক্ষের উপস্থিতি দেখা যায়নি। সবাইকে শান্ত থাকতে দেখা গেছে। নীলক্ষেত-নিউমার্কেট এলাকার সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। এলাকায় বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে।
হেলাল উদ্দিন বলেন, ‘আমরা সবাই শান্তিপূর্ণ সমাধান চাই। ঢাকা কলেজের শিক্ষার্থীদের প্রতিনিধি এবং প্রশাসনের লোকজন নিয়ে আমরা কমিটি গঠন করব। সবাই মিলে আলোচনা করবো, যাতে ভবিষ্যতে কোনো তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এরকম সংঘর্ষ না হয়। আমরা তদন্ত কমিটি গঠন করব, দোষীদের চিহ্নিত করে কঠোর শাস্তির সুপারিশ করবো।’
গতকাল মঙ্গলবার নিউমার্কেট এলাকায় সংঘর্ষ চলাকালে অ্যাম্বুলেন্সে হামলার যে ঘটনা ঘটেছিল, তাতে নিউমার্কেটের কেউ জড়িত ছিল না। সেখানে তৃতীয় পক্ষ হামলা চালিয়েছে। ভিডিও ফুটেজ দেখলেই বিষয়টা স্পষ্ট হবে বলে জানিয়েছেন বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন।
হেলাল উদ্দিন বলেন, ‘অ্যাম্বুলেন্সে হামলা ব্যবসায়ীরা করেনি। এখানে তৃতীয় পক্ষ ছিল। তারাই এ কাজ করেছে। এসব ঘৃণিত কাজের সঙ্গে জড়িতদের ধরার জন্য আমরা আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা চাই। তাদেরকে অনুরোধ করবো, এদের বিরুদ্ধে যেন ব্যবস্থা নেওয়া হয়।’
হেলাল উদ্দিন বলেন, ‘তৃতীয় পক্ষ অ্যাম্বুলেন্সে হামলা করেছে, সাংবাদিকদের ওপর হামলা করেছে। এসব ঘটনায় ব্যবসায়ী বা ঢাকা কলেজের ছাত্ররা ছিল না। ঢাকা কলেজের শিক্ষার্থীরা আমাদের প্রতিবেশি। তাদের সঙ্গে সদ্ভাব বজায় রেখে আমরা দোকান খুলতে চাই।’