আগামীকাল থেকে ট্রেন ও লঞ্চ চলবে
আন্তঃজেলা গণপরিবহণ চালু এবং হোটেল, রেস্তোরাঁ ও খাবারের দোকানে অর্ধেক আসনে গ্রাহকসেবা চালুর পাশাপাশি আগামীকাল সোমবার থেকে লঞ্চ ও ট্রেন চলাচল করবে।
নৌপরিবহণ মন্ত্রণালয় জানিয়েছে, আগামীকাল ভোর ৬টা থেকে দেশের বিভিন্ন রুটে অর্ধেক যাত্রী নিয়ে নৌযান চলাচল করবে। একই সঙ্গে অর্ধেক আসন খালি রেখে দেশের বিভিন্ন রুটে ৫৬টি ট্রেন চলাচল করবে বলে জানিয়েছে রেলপথ মন্ত্রণালয়।
রেলপথমন্ত্রী অ্যাডভোকেট নুরুল ইসলাম সুজন এনটিভি অনলাইনকে বলেন, ‘করোনার সংক্রমণ রোধে চলমান বিধিনিষেধ ৩০ মে পর্যন্ত বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। স্বাস্থ্যবিধি মেনে দূরপাল্লার বাসসহ গণপরিবহণ চলাচল করবে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। আমরাও (রেলপথ মন্ত্রণালয়) মোট ১০৮টি ট্রেনের মধ্যে ৫৬টি ট্রেন চালুর সিদ্ধান্ত নিয়েছি। তবে, এসব ট্রেন চলাচলের ক্ষেত্রে স্বাস্থ্যবিধি পূর্ণরূপে মেনে চলা হবে।’
মন্ত্রী বলেন, একটি করে আসন খালি রেখে অনলাইনে ট্রেনের টিকিট বিক্রি করা হবে। যাত্রীদের শরীরের তাপমাত্রা মেপে ট্রেনে আরোহণ করতে দেওয়া হবে। মাস্ক পরে কেউ না এলে তাকে ট্রেনে উঠতে দেওয়া হবে না। এসব শর্তে ট্রেন চলাচলের অনুমতি দেওয়া হচ্ছে বলে জানান মন্ত্রী।
নৌযান চলাচলের বিষয়ে নৌপরিবহণ মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম এনটিভি অনলাইনকে বলেন, আগামীকাল ভোর ৬টা থেকে বিভিন্ন রুটে নৌযান চলাচল করবে। এ ক্ষেত্রে সরকারের স্বাস্থ্যবিধি মেনে চলতে সবাইকে নির্দেশনা দেওয়া হয়েছে। প্রতিটি লঞ্চে যাত্রী পরিবহণের ক্ষেত্রে সরকারের নির্দেশনা মেনে চলতে বলা হয়েছে।
এদিকে করোনার সংক্রমণ রোধে চলমান বিধিনিষেধ কিছুটা শিথিল করে ৩০ মে পর্যন্ত বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। আজ রোববার মাঠপ্রশাসন সমন্বয় অধিশাখার উপসচিব মো. রেজাউল ইসলাম সাক্ষরিত প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনের বিষয়ে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন সাংবাদিকদের বলেন, ‘গণপরিবহণ ও হোটেল-রেস্তোরাঁ খুলে দেওয়ার অর্থ এটা নয় যে দেশ থেকে করোনা দূর হয়ে গেছে। বরং এখন সবাইকে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে এবং নিয়মিত মাস্ক পরতে হবে।’
প্রতিমন্ত্রী আরও বলেন, ‘আগামী এক সপ্তাহ আমরা সার্বিক পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করব। পরিস্থিতি বিবেচনা করে যেকোনো সিদ্ধান্ত নেওয়া হবে।’
প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আরও বলেন, ‘অনেক দিন ধরেই সবকিছু বন্ধ রয়েছে। এতে করোনা পরিস্থিতির উন্নতি হয়েছে। মানুষের জীবন-জীবিকার বিষয়টিও সরকারের বিবেচনায় রয়েছে। সবকিছু বিবেচনা করেই নতুন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’