ইমরান খানের করোনা পরীক্ষা

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের করোনা পরীক্ষা করা হয়েছে। করোনা আক্রান্ত সমাজসেবী ফয়সাল ইধির সঙ্গে সাক্ষাৎ করায় করোনাভাইরাস পরীক্ষা করিয়েছেন ইমরান খান।
পাকিস্তানের গণমাধ্যম ডনের দেওয়া তথ্য মতে পরীক্ষার ফল জানা যাবে আজ বুধবার। একজন নিশ্চিত কোভিড-১৯ রোগীর সংস্পর্শে আসা প্রত্যেককে পরীক্ষার মধ্য দিয়ে যেতে হবে, এই স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর অনুযায়ী পাকিস্তানের প্রধানমন্ত্রীকে পরীক্ষার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষ।
ইমরান খানের কভিড-১৯ পরীক্ষা করা হয়েছে কারণ তিনি সমাজসেবক ফয়সাল ইধির সঙ্গে সাক্ষাৎ করেছিলেন, পরবর্তী সময়ে যার শরীরে করোনা শনাক্ত হয়েছে।
এদিকে করোনা পজেটিভ আসায় ফয়সাল ইধিকে ইসলামাবাদে তাঁর বাড়িতে কোয়ারেন্টিনে রাখা হয়েছে।