উত্তরবঙ্গে যানবাহন সংকট, ট্রাক-পিকআপে ঢাকামুখী যাত্রা

গণপরিবহণ চলাচলে নিষেধাজ্ঞা থাকায় উত্তরবঙ্গে দেখা দিয়েছে যানবাহন সংকট। এতে বিপাকে পড়েছে উত্তরবঙ্গ থেকে ঢাকামুখী যাত্রীরা। প্রয়োজনের তাগিদে ট্রাক ও পিকআপভ্যানে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছে তারা।
আজ বুধবার সকালে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কের কড্ডা ও হাটিকুমরুল গোলচত্বরে ছিল ঢাকামুখী যাত্রীদের উপচেপড়া ভিড়। ভেঙে ভেঙে যাত্রীবাহী বাস বা বিকল্প পরিবহণে উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে যাত্রীরা এ স্থানে এসে অবস্থান করছে ঢাকামুখী পরিবহণের অপেক্ষায়। কিন্তু কাঙ্ক্ষিত যানবাহন না পেয়ে জীবনের ঝুঁকি নিয়ে ট্রাক বা পিকআপভ্যানে ঢাকা যাচ্ছে নিম্ন আয়ের কর্মজীবীরা।
এ ছাড়া প্রাইভেটকার, মাইক্রোবাস ও মোটরসাইকেলেও কয়েকগুণ বেশি ভাড়া দিয়ে ঢাকা যাচ্ছে অনেকে। এসব পরিবহণে মানা হচ্ছে না কোনো স্বাস্থ্যবিধি, ফলে করোনা সংক্রমণের আশঙ্কা বাড়ছে।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান আলী বলেন, ‘মহামারি করোনাভাইরাসের কারণে সরকার দূরপাল্লার যানবাহন চলাচল বন্ধ রেখেছে। এ কারণে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ দিয়ে দূরপাল্লার বাস চলাচল করতে দেওয়া হচ্ছে না। মহাসড়কের বিভিন্ন পয়েন্টে পুলিশ মোতায়েন করা হয়েছে। কর্মস্থলে ফেরা মানুষের চাপ রয়েছে এই মহাসড়কে।’