উন্নয়ন দেখে বিরোধী দলের মাথা নষ্ট হয়ে গেছে : স্থানীয় সরকারমন্ত্রী
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, ‘আজকের বিরোধী দলে যাঁরা আছেন, তাঁরা জ্বালাও পোড়াও ছাড়া কোনো দায়িত্ব পালন করেননি। আজকের উন্নয়ন দেখে তাঁদের মাথা নষ্ট হয়ে গেছে।’
ভোলার চরফ্যাশন উপজেলা ব্রজমোহন টাউন হলে উপজেলা পরিষদ ও পৌরসভা আয়োজিত সুধী সমাবেশে আজ শনিবার মন্ত্রী এসব কথা বলেন।
মো. তাজুল ইসলাম বলেন, ‘আমি বিশ্বাস করি, উন্নয়ন হলে মানুষ ভোট দেবে। অবিচার অত্যাচার বন্ধ হলে সমাজে ন্যায় বিচার কায়েম হলে, সরকারি সম্পদের সুষ্ঠু ব্যবহার হলে, দুর্বল যদি সবল কর্তৃক অত্যাচারিত না হয়—অবশ্যই জনগণ আপনাদের পাশে থাকবে।’
মন্ত্রী আরও বলেন, ‘আমি চরফ্যাশনের উন্নয়ন দেখে অবিভূত হয়েছি। যোগ্য বাবার যোগ্য সন্তান হিসেবে আপনাদের নেতা জ্যাকব অনেক উন্নয়ন করেছে।’
তাজুল ইসলাম বলেন, ‘আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসে, তখন ৫২ হাজার মেট্রিক টন খাদ্য ঘাটতি ছিল। মানুষের মাঝে খাবার নিয়ে হাহাকার ছিল। এখন আর তা নেই।’
উন্নয়ন অব্যাহত রয়েছে উল্লেখ করে তাজুল ইসলাম বলেন, ‘উদ্বোধনের অপেক্ষায় পদ্মা সেতু, কর্ণফুলী টানেল, রূপপুর বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রসহ আরও অনেক কিছু।’
স্থানীয় সংসদ সদস্য যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কীত সংসদীয় কমিটির সভাপতি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকবের সভাপতিত্বের সুধী সমাবেশে বক্তব্য দেন স্থানীয় সরকার বিভাগের সচিব মেজবাহ উদ্দিন চৌধুরী, প্রধান প্রকৌশলী মোহাম্মদ মহসিন। এসময় উপস্থিত ছিলেন ভোলা জেলা প্রশাসক মো. তৌফিক ইলাহী, পুলিশ সুপার মো. সাইফুল ইসলামসহ স্থানীয় নেতাকর্মীরা।