উপজেলা চেয়ারম্যানের অস্ত্রের মহড়ার ভিডিও ভাইরাল
দক্ষিণ চট্টগ্রামের লোহাগাড়ায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে উপজেলা চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরী বাবুলের নেতৃত্বে অস্ত্রের মহড়া এবং প্রতিপক্ষের ওপর হামলার একটি ভিডিও ভাইরাল হয়েছে। আজ বুধবার দুপুরে লোহাগাড়া মা-মিন হাসপাতালের পাশে এ ঘটনা ঘটে।
ভাইরাল হওয়া ভিডিওতে বাবুলের নেতৃত্বে প্রতিপক্ষের লোকজনের ওপর ইটপাটকেল ও পাথর নিক্ষেপ, ব্যাপক গালাগাল এবং গুলি করার দৃশ্য দেখা গেছে।
এ বিষয়ে লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকের হোসাইন মাহমুদ বলেন, জায়গা-জমি সংক্রান্ত বিরোধের জের ধরে হাঙ্গামার চেষ্টা চলছে বলে শুনে পুলিশ পাঠিয়েছিলাম। পুলিশ ঘটনাস্থলে গিয়ে কিছু পায়নি। কেউ অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে উপজেলা চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরী বাবুলের সঙ্গে কথা বলার জন্য বারবার তাঁর মোবাইল ফোনে কল দেওয়া হলেও তার ফোনটি বন্ধ পাওয়া যায়।
হামলার শিকার পরিবারের পক্ষ থেকে সিরাজ হক অভিযোগ করেন, ‘আমাদের জায়গাটি জোরপূর্বক জিয়াউল হক চৌধুরী বাবুল ও তাঁর ভাতিজা যুবরাজ দখল করে নেওয়ার জন্য প্রকাশ্যে গুলি করেছেন। ইট-পাটকেল নিক্ষেপ করে ত্রাসের রাজত্ব কায়েম করার চেষ্টা করেছেন। আমরা এ বিষয়ে প্রশাসনের সার্বিক সহযোগিতা কামনা করছি।’
দক্ষিণ চট্টগ্রামের লোহাগাড়ায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে উপজেলা চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরী বাবুলের নেতৃত্বে অস্ত্রের মহড়া। ছবি : ভাইরাল হওয়া ভিডিও থেকে