এক সপ্তাহের মধ্যে ভাস্কর্য সমস্যার সমাধান : ধর্ম প্রতিমন্ত্রী
ভাস্কর্য নিয়ে চলমান পরিস্থিতি সম্পর্কে ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলাল বলেন, ‘এরই মধ্যে সমস্যার অনেক সমাধান হয়েছে। আগামী এক সপ্তাহের মধ্যে ভাস্কর্য সমস্যার পুরোপুরি সমাধান হবে।’
ধর্ম প্রতিমন্ত্রী বলেন, ‘সাম্প্রদায়িকতার চিহ্ন রেখে বাংলাদেশ কোনো কাজ করে না। অসাম্প্রদায়িকতার বাংলাদেশের জন্য যা করার দরকার সে বিষয়ে ধর্ম মন্ত্রণালয় থেকে ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
আজ শনিবার বিকেলে জেলার ইসলামপুর উচ্চ বিদ্যালয় মাঠে এক গণসংবর্ধনা অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন ধর্ম প্রতিমন্ত্রী।
ইসলামপুর উপজেলা আওয়ামী লীগ আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. আব্দুল লতিফ সরকারের সভাপতিত্বে বক্তব্য দেন তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, ইঞ্জিনিয়ার মোজাফফর হোসেন, বেগম হোসনে আরা, আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ সদস্য মারুফা আক্তার পপি, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ, সাধারণ সম্পাদক ফারুক আহাম্মেদ চৌধুরী, ইসলামপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম প্রমুখ।