এনআইডি জালিয়াতি করে অর্থ আত্মসাতের মামলায় পাঁচজন রিমান্ডে
ভুয়া এনআইডি ব্যবহার করে ঢাকা ব্যাংকের বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের মামলায় পাঁচজনের তিন দিন করে রিমান্ড দিয়েছেন আদালত।
আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেগম ইয়াসমিন আরা এই আদেশ দেন। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আজ মামলার তদন্ত কর্মকর্তা আসামিদের হাজির করে সাত দিন করে রিমান্ডে নেওয়ার আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক প্রত্যেক আসামিকে পাঁচদিন করে রিমান্ডে নেওয়ার আদেশ দেন।
রিমান্ডকৃত আসামিরা হলেন আল-আমিন ওরফে জমিল শরীফ, খ ম হাসান ইমাম ওরফে বিদ্যুৎ, আব্দুল্লাহ আল শহীদ, রেজাউল ইসলাম ও শাহজাহান।
এর আগে গতকাল মঙ্গলবার রাতে খিলগাঁও ও রামপুরা এলাকায় অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশের খিলগাঁও জোনাল টিম। এ সময় তাদের কাছ থেকে একটি প্রাইভেটকার উদ্ধার করা হয়।
নথি থেকে জানা গেছে, ২০২০ সালের ৭ ডিসেম্বর রাজধানীর খিলগাঁও থানায় ও একই বছরের ১৩ ডিসেম্বর পল্টন থানায় ঢাকা ব্যাংক লিমিটেডের অর্থ আত্মসাতের ঘটনায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়। এরপরে মামলা দুটি তদন্ত শুরু করে ডিবি পুলিশ। তদন্তের পর্যায়ে খিলগাঁও থানার মামলায় গ্রেপ্তার দেখানো হয় আসামিদের।