এলডিপির গণ অবস্থান কর্মসূচি চলছে
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2023/01/11/ldp.jpg)
রাজধানীর এফডিসি সংলগ্ন এলডিপির পার্টি অফিসের সামনের দলটির গণ অবস্থান কর্মসূচি। ছবি : এনটিভি
যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে রাজধানীর এফডিসি সংলগ্ন এলডিপির পার্টি অফিসের সামনে গণ অবস্থান কর্মসূচি পালন করছে লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপি।
গণ অবস্থান কর্মসূচি আজ বুধবার (১১ জানুয়ারি) বেলা ১১টায় শুরু হয়েছে বলে নিশ্চিত করেছেন এলডিপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দীন রাজ্জাক।
গণ অবস্থান কর্মসূচিতে নেতৃত্ব দিচ্ছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টি- এলডিপির মহাসচিব ও সাবেক মন্ত্রী ড. রেদোয়ান আহমদ। এলডিপির প্রেসিডিয়াম সদস্যসহ সিনিয়র নেতারা উপস্থিত আছেন।