এলপিজি সিলিন্ডারের দাম কমেছে
বেসরকারি খাতে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৫০ টাকা কমে এখন দাম পড়বে এক হাজার ১৭৮ টাকা। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) নতুন এই দর ঘোষণা দিয়েছে। ডিসেম্বরে এই দাম ছিল এক হাজার ২২৮ টাকা এবং নভেম্বরে ছিল এক হাজার ৩১৩ টাকা।
ভার্চুয়াল এ দর ঘোষণা অনুষ্ঠানে অংশ নেন বিইআরসি’র চেয়ারম্যান আব্দুল জলিল বলেন, প্রতি কেজির মূল্য মূসক ছাড়া ৯২ দশমিক শূন্য তিন টাকা এবং মুসকসহ সর্বোচ্চ ৯৮ দশমিক ১৭ টাকায় সমন্বয় করা হয়েছে। নতুন এই দর আগামীকাল থেকে কার্যকর হবে।
গত ১২ এপ্রিল দেশে প্রথম বারের মতো এলপিজির দাম নির্ধারণ করে বিইআরসি। ওই সময় বলা হয়, বিশ্ব বাজারের সঙ্গে মিল রেখে প্রতি মাসে দাম সমন্বয় করা হবে।