‘ওমিক্রন ও ডেলটা সংক্রমণের বিষয়ে আমরা কিছুটা হলেও আতঙ্কিত’
স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ‘দেশে ওমিক্রন ও ডেলটা ভ্যারিয়্যান্টে আক্রান্তের সংখ্যা দিন দিন ধাপে ধাপে লাফিয়ে লাফিয়ে বাড়ছে, তাতে আমরা এ বিষয়ে কিছুটা হলেও চিন্তিত ও আতঙ্কিত। আমরা চাই না যে, এভাবে বাড়ুক।’
সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে আজ সোমবার এ কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।
এ সময় স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, ‘গত ১৫ থেকে ২০ দিনে সংক্রমণ ১৮ শতাংশে উঠে গেছে। গতবার মাসব্যাপী ডেলটা ভ্যারিয়্যান্ট ২৯ থেকে ৩০ শতাংশে উঠেছিল। এখন যে ধাপে ধাপে বাড়ছে, তাতে আমার মনে হয়—এভাবে বাড়লে ৩০ শতাংশে পৌঁছাতে বেশি সময় লাগবে না।’
দেশে যে হারে করোনার সংক্রমণ বাড়ছে, তাতে আগামী এক থেকে দেড় মাসের মধ্যে হাসপাতালে জায়গা দেওয়া যাবে না বলে মনে করছেন স্বাস্থ্যমন্ত্রী। ওমিক্রনের সংক্রমণের হার ঢাকায় ৬৯ শতাংশ এবং ঢাকার বাইরে এর সংক্রমণ বাড়বে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।
এদিকে, জার্মানির গ্লোবাল ইনিশিয়েটিভ অন শেয়ারিং অল ইনফ্লুয়েঞ্জা জানিয়েছে, নভেল করোনাভাইরাসের নতুন ভ্যারিয়্যান্ট ওমিক্রন বাংলাদেশে মোট ৫৫ জনের শরীরে শনাক্ত হয়েছে।