ওয়ারীতে ময়লার গাড়ির ধাক্কায় ব্যবসায়ী নিহতের ঘটনায় চালক গ্রেপ্তার
রাজধানীর ওয়ারীতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় এক ব্যবসায়ী নিহতের ঘটনায় গাড়িচালক মো. মোর্শেদ আলমকে (২৮) গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল বৃহস্পতিবার রাতে যাত্রাবাড়ী এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
বৃহস্পতিবার দিবাগত রাতে র্যাবের আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক আ ন ম ইমরান হোসেন এনটিভি অনলাইনকে এ তথ্য নিশ্চিত করেছেন।
আ ন ম ইমরান হোসেন বলেন, ময়লার গাড়ির ধাক্কায় নিহতের ঘটনায় গাড়িচালক মোর্শেদকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তিনি দক্ষিণ সিটি করপোরেশনের ময়লার গাড়ির মূল চালক কি না, অথবা ভাড়ায় চালাতেন কি না, বিষয়টি আমরা খতিয়ে দেখছি। জিজ্ঞাসাবাদ শেষে এ বিষয়ে বিস্তারিত জানানো সম্ভব হবে।
রাজধানীর ওয়ারী এলাকায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের একটি ময়লার গাড়ির ধাক্কায় স্বপন কুমার সরকার (৬২) নামের এক ব্যবসায়ী নিহত হন। গতকাল বৃহস্পতিবার সকাল আনুমানিক পৌনে ৭টার দিকে রাজধানী সুপার মার্কেটের পাশে এ দুর্ঘটনা ঘটে।
স্বপন কুমার সরকার রিকশায় যাচ্ছিলেন। সে সময় ময়লার গাড়িটি তাঁকে ধাক্কা দেয়। গাড়ির ধাক্কায় ঘটনাস্থলেই তিনি নিহত হন। দুর্ঘটনার পরে চালক দ্রুত পালিয়ে যান।